দুবাই পালানোর সময় চট্টগ্রাম বিমানবন্দরে আটক হয়েছেন ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরী। তার কাছে ইসলামী ব্যাংক চাক্তার শাখার ১৪শ’ কোটি টাকার বেশি ঋণ রয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে তাকে আটকের ঘটনায় পতেঙ্গায় থানায় মামলা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সিভিল এভিয়েশন ও বিামনবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকায় রাজনৈতিকভাবে সন্দেহজনক ব্যক্তি এবং ঋণ গ্রহীতা হিসেবে আনসারুল আলম চৌধুরীর নাম রয়েছে। ইমিগ্রেশন সম্পন্নের জন্য বহির্গমন টার্মিনালে গেলে তার পরিচয় যাচাই-বাছাই করে আটক করা হয়।
আনসারুল আলম চৌধুরীর বাড়ি চট্টগ্রামের রাউজানের কুইপাড়ায়। তিনি এস আলম গ্রুপের ঘনিষ্ট হিসেবে পরিচিত।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :