বাংলাদেশ ব্যাংক কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ করেনি- এমনটা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় গভর্নর বলেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন ধরণের পদক্ষেপ নেয়া হচ্ছে। এর অংশ হিসেবে ডিপোজিট ইন্স্যুরেন্স এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে। এর ফলে ৯৫ শতাংশ গ্রাহকের আমানত সুরক্ষা পাবে বলেও মন্তব্য করেন তিনি।
ড. আহসান এইচ মনসুর আরও বলেন, আগামী দশ দিনের মধ্যে ব্যাংক খাতের টাস্কফোর্স কাজ শুরু করবে। বিশ্ববব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান টাস্কফোর্সকে সহযোগিতা করবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :