অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে আমদানিকারকরা।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে তারা। আমদানি-রফতানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ আমদানি-রফতানি গ্রুপের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দীন।
তিনি বলেন, সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত মাশুল আদায় করছে। এ ছাড়া নিয়মবহির্ভূতভাবে ওয়্যারহাউস ভাড়া, নিরাপত্তার অভাবসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি-রফতানিকারকরা। অনিয়মের বিষয়ে বারবার তাগাদা দেয়া সত্ত্বেও পানামা পোর্ট লিংক লিমিটেড কোনো ব্যবস্থা নেয়নি।
তিনি আরও বলেন, আমদানি-রফতানিকারকদের বেঁধে দেয়া আলটিমেটামের পরও অবস্থার কোনো উন্নতি হয়নি। তাই বাধ্য হয়েই কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর সোনামসজিদ আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন হয়রানির অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :