AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কোম্পানিগঞ্জ শাখা 


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৮ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কোম্পানিগঞ্জ শাখা 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক। ব্যাংকটি ১৯৮৩ সালের ১৩ই মার্চে প্রতিষ্ঠিত হয়। দেশের ৩৯৪ টি শাখার মধ্যে কুমিল্লা জেলার গোমতী নদীর তীরে মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক, কোম্পানিগঞ্জ শাখা  অন্যতম।

 ১১ই সেপ্টেম্বর ২০০৪ সালে কুমিল্লা জোনের অধীনে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়।কোম্পানিগঞ্জ শাখার অধীনে ১টি উপশাখা এবং ২১টি এজেন্ট শাখা রয়েছে। আরেকটি উপশাখা চালু করার প্রক্রিয়াধীন। দেশের অন্যান্য শাখার ন্যায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোম্পানিগঞ্জ শাখাতেও A/C Opening সেবা,  নগদ জমা উত্তোলন সেবা,  EFT ও RTGS মাধ্যমে  অন্য ব্যাংকে স্বয়ংক্রিয় ফান্ড ট্রান্সফার ব্যবস্থাও রয়েছে । তাছাড়া ব্যালেন্স অনুসন্ধান, বিভিন্ন ব্যাংকিং তথ্য, এটিএম  কার্ড বন্ধ ও পুনরায় সচল করা, সেলফিন অ্যাকাউন্ট সচল করা, ইন্টারনেট ব্যাংকিং ও কার্ডের গ্রিন পিন সেট করতে সহায়তা, চেক বইয়ের চাহিদা প্রদান সহ যাবতীয় ব্যাংকিং সেবা প্রদান করা হয়। এছাড়া ব্যাংকিং সময়ে 01714048906, 0171325736৪ এই দুটি মোবাইল নাম্বারে  কল দিয়ে ব্যালেন্স অনুসন্ধান সহ ব্যাংকিং বিভিন্ন তথ্য জানার সুযোগ রয়েেছে। শাখার রাউটিং নাম্বার হলো 125191423 । 

তাছাড়া সারাদেশের সকল গ্রাহকদের জন্য  ঘরে বসেও বিকল্প ব্যাংকিং সেবা নেয়ার সুযোগ রয়েছে 

■  I Smart (আই ব্যাংকিং) এবং Cellfin  অ্যাপসের মাধ্যমে  ইন্টারনেটের  ব্যাংকিং সেবা তথা ব্যালেন্স, মোবাইল রিচার্জ, ফান্ড ট্রান্সফার এবং স্টেটমেন্ট দেখার সুযোগ রয়েছে। 

■  CRM -এ টাকা জমা চব্বিশ ঘন্টা। এটিএম-এ নগদ উত্তোলন।

■ এসএমএস ব্যাংকিং- একাউন্ট ব্যালেন্স, স্টেটমেন্ট।

■ ২৪ ঘণ্টা তথ্য ও সরাসরি সহায়তা নিয়ে আছে ইসলামী ব্যাংকের কন্টাক্ট সেন্টার। ১৬২৫৯ এবং +৮৮০২৮৩৩১০৯০ এই দুটি নম্বরে রয়েছে কন্টাক্ট সেন্টারের সেবা। 

■ ঝটপট ব্যালেন্স অনুসন্ধান সার্ভিসের মাধ্যমে গ্রাহক তার অ্যাকাউন্টে নিবন্ধিত ফোন নম্বর থেকে ০৯৬১৭৫১৬২৫৯ নম্বরে একটি মিসড কল দিয়ে বিনা খরচে অ্যাকাউন্ট ব্যালেন্স জানার সুযোগ রয়েছে।

 ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি,  কোম্পানিগঞ্জ  শাখা উদ্বোধনকাল থেকে বর্তমান পর্যন্ত প্রধানের দায়িত্ব পালনে নেতৃত্ব দিয়ে আসছেন যারা।

১।মোহাম্মদ সোলাইমান, (এভিপি)  ১১/০৯/২০২৪ইং-----২৩/০৩/২০০৬ইং

২।মোহাম্মদ ফিরোজ উদ্দিন (এসপিও) ৩০/০৩/২০০৬ইং-------০৫/০২/২০০৮ইং

৩।মো. জহিরুল ইসলাম ভূঁইয়া (এসপিও) ০৬/০২/২০০৮ইং-----১০/০২/২০১১ইং

৪।মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া (পিও, ভারপ্রাপ্ত) ১১/০২/২০১১ইং-----০১/০৩/২০১১ইং

৫।মোঃ বজলুর রহমান  (ভিপি) ০২/০৩/২০১১ইং---------০১/০২/২০১৭ইং

৬।মোঃ শহীদ উল্লাহ (এসপিও, ভারপ্রাপ্ত)  ০২/০২/২০১৭ইং--------০৮/০২/২০১৭ইং

৭। মোঃ মিজানুর রহমান (এসএভিপি) ০৯/০২/২০১৭ইং-----৩০/০৬/২০১৯ইং 

                         (ভিপি) ০১/০৭/২০১৯ইং------ ২৩/০১/২০২০ইং

৮।যোবায়ের বিন আহাম্মদ (এসএভিপি) ২৬/০১/২০২০ইং-----৩০/০৬/২০২২ইং 

                         (ভিপি) ০১/০৭/২০২২ইং------ ২৫/০৫/২০২৩ইং

৯।মুহাম্মদ হোসাইন আখতার,  (ভিপি) ২৮/০৫/২০২৩ইং------------ বর্তমান 

 
একুশে সংবাদ/ এস কে

Link copied!