বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) নেতাদের ঋণ দেয়ার আগে ভালো মতো যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ব্যাংকসহ দেশের আর্থিক খাতের সার্বিক বিষয় নিয়ে বিএবি নেতাদের সঙ্গে আলোচনায় এ পরামর্শ দেন তিনি।
ব্যাংক খাতের সংস্কারে একের পর এক নতুন কৌশল নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ও সরকার। এরই অংশ হিসেবে কয়েকদিন আগে সুদের হার বাড়ানোর পাশাপাশি বুধবার (২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্বল হয়ে পড়া চারটি ব্যাংকে গ্রাহকের আস্থা ফেরাতে ৯৪৫ কোটি টাকা তারল্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে দেশের সবল পাঁচ ব্যাংক।
আজ ব্যাংকসহ দেশের আর্থিক খাতের সার্বিক বিষয় নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে আসেন বেসরকারি খাতের ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি আব্দুল হাই সরকার বলেন, ‘সরকারের পৃষ্ঠপোষকতাতেই এস আলমের মতো ব্যাংক লুটেরা দেশে তৈরি হয়েছে।’
পরে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, ‘তারল্য সংকট দূর করাসহ ব্যাংক খাতের সংস্কারে যেমন নিশ্চিত করা হবে বিএবির অংশগ্রহণ, তেমনি তারা যেন ঋণ দেয়ার ক্ষেত্রে আগের মতো ভুল না করে সেই পরামর্শও দেয়া হয়েছে।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :