নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের সুলফিনা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী স্কুল শিক্ষক (পাঠাও চালক) আব্দুর রহিম নিহত হয়েছে। এসময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা ১ যাত্রী।
নিহত আব্দুর রহিম ভোলার বাংলাবাজার থানাধীন জয়নগর এলাকার সিদ্দিকের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় মোঃ কবির মিয়ার ভাড়াটিয়া বাড়ীতে বসবাস করতেন। সেখানে উত্তর বাড্ডা গোল্ডেন ফিউচার স্কুলে শিক্ষকতা করতেন।
শিক্ষকতার ফাকে তিনি পাঠাও এ মোটরসাইকেল চালাতেন।
পূ্র্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, আব্দুর রহিম কুড়িল বিশ্বরোড থেকে তার মোটরসাইকেলে ১ জন যাত্রী নিয়ে কাঞ্চনের উদ্দেশ্যে রওয়ানা হয়।
সড়কের সুলফিনা এলাকায় পৌছেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় চালক আব্দুর রহিম। গুরুতর আহত হয় মোটরসাইকেল যাত্রী সোহাগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। আহত সোহাগকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :