AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্র্যাক ব্যাংকের সিওও পেলেন এসডিজি পাইওনিয়ার অ্যাওয়ার্ড ২০২৪


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২৮ পিএম, ১৫ নভেম্বর, ২০২৪
ব্র্যাক ব্যাংকের সিওও পেলেন এসডিজি পাইওনিয়ার অ্যাওয়ার্ড ২০২৪

২০২৪ সালের সম্মান জনক সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) পাইওনিয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার মোঃ সাব্বির হোসেন।৬ নভেম্বর ২০২৪ ঢাকার দ্য ওয়েস্টিন-এ আয়োজিত সাসটেইনে বিলিটি দিবসের অনুষ্ঠানে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (জিসিএনবি) তাঁকে এই মর্যাদায় ভূষিত করে।

এই জিসিএনবি, জাতিসংঘের অধীনে কর্পোরেট দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা বৃহত্তম স্বেচ্ছাসেবী উদ্যোগ ইউএন গ্লোবাল কমপ্যাক্ট-এর সচিবালয় হিসেবে কাজ করে। বেসরকারি খাতের সাথে সম্পৃক্ত হয়ে প্রতিটি সূচকে বা বিভাগে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রায় (এসডিজি) পৌঁছানোটাই এর লক্ষ্য।

মোঃসাব্বির হোসেন টেকনোলজি, অপারেশনস এবং রিটেইল ব্যাংকিংয়ে তিরিশ বছরেরও বেশি সময় ধরে শীর্ষস্থানীয় নানান বহুজাতিক ও স্থানীয় ব্যাংকে সার্ভিস দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিংখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। ব্র্যাক ব্যাংকের চিফ সাসটেইনেবিলিটি অফিসার হিসেবেও কাজ করছেন তিনি।

পেশার বাইরেও ব্যক্তিগতভাবে তিনি দারিদ্র্য দূরীকরণ এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে প্রতিশ্রুতি ও কর্মময়তার স্বাক্ষর রেখেছেন।টেকসই উন্নয়নের পাশাপাশি, জলবায়ু-সহনশীল কৃষি, টেকসই অর্থায়ন এবং অন্তর্ভুক্তি মূলক আর্থিক সেবার প্রসারে ব্র্যাক ব্যাংকের অগ্রদূত ভূমিকায় তাঁর দৃষ্টান্তমূলক অংশের সম্মানেই এসেছে এই স্বীকৃতি।তাঁর নেতৃত্বেই ব্র্যাক ব্যাংক তাদের ডিজিটাল রূপান্তর এবং জলবায়ু স্মার্ট কৃষির লক্ষ্যে নিজেদের বিশেষ ব্যতিক্রমী সিএসআর উদ্যোগগুলোর পাশাপাশি পার্টনারশিপ ফর কার্বন অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়ালস (পিসিএএফ) অনুমোদিত গ্রিন হাউজ গ্যাস (জিএইচজি) নির্গমনহিসাব ও সাসটেইনে বিলিটি রিপোর্ট চালু করেছে।

এই সম্মাননা প্রাপ্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “সাসটেইনে বিলিটিকে ব্যাংকের মূলকার্য ধারায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সাব্বিরের নিবেদিত ভূমিকাই আমাদের পুরো যাত্রাটির চেহারা বদলে দিয়েছে।সাসটেইনে বিলিটি এবং ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রগুলোতে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাঁর দুরদর্শিতা আর আমাদের টিমের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি এই সম্মাননা। জাতিসংঘের এসডিজি’র প্রতি এবং আমাদের কম্যুনিটির জন্য একটি অন্তর্ভুক্তি মূলক, আলোকিত ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাদের এই অঙ্গীকার সামনের সময়েও অব্যাহত থাকবে।” 

কর্পোরেশন, এনজিও ও বিদেশি মিশনগুলোর সম্মানিত প্রতিনিধিদের পাশাপাশি ইউএনজিসি’র অন্যসিগনেটরি-দের মিলন মেলায় রূপ নেয় জিসিএনবি আয়োজিত সাসটেইনেবিলিটি দিবসের এই অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ। আরো উপস্থিত ছিলেন ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ-এর নেট ওয়ার্ক রিপ্রেজেন্টেটিভ ফারুক সোবহান,জিসি এন বি’র নির্বাহী পরিচালক শাহামিন জামান, প্রমুখ।

বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সাব্বির হোসেন,যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুল থেকে ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ইনক্ল্যুসিভ গ্রোথের ওপর এক্সিকিউটিভ সার্টিফিকেশন ও সম্পন্ন করেছেন।


একুশে সংবাদ/ এস কে
 

Link copied!