দেশের শ্রম অধিকারের বিষয়গুলো মেনে চলতে পারলে অবশ্যই জিএসপি সুবিধা পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক শ্রমবিষয়ক মার্কিন পররাষ্ট্র দফতরের বিশেষ প্রতিনিধি মিসেস কেলি এম ফে রদ্রিগেজের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, মার্কিন দূতাবাসের প্রধান মেগান বোল্ডিংসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘লেবার রাইটসকে (শ্রম অধিকার) আরও যুগোপযোগী করাসহ শ্রমিকের অধিকার নিয়ে যে ১১ দফা কর্মসূচি আছে, সেটা বাস্তবায়নে আমরা বিশদ আলোচনা করেছি। আমরা কত দ্রুত এই ১১ দফা বাস্তবায়ন করতে পারি, সেটাই মূলত আলোচনা হয়েছে।’
বাণিজ্য সচিব বলেন, ‘এ বিষয়ে শ্রম মন্ত্রণালয় কাজ করছে। মূলত শ্রমিকের জীবনযাপন, মানোন্নয়ন এবং ইউনিয়ন একটিভিটিসের জন্য এগুলো করা হচ্ছে। আমরা সবাই এক লাইনেই কাজ করছি। আজকে তারা নিয়মিত ভিজিটের অংশ হিসেবে এখানে এসেছে। আমরা আমাদের দিক থেকে কীভাবে ট্রেড বাড়ানো, মার্কেট এক্সেস বাড়ানোর জন্য তাদের তাগিদ দিয়েছি। তারা এ বিষয়ে সহায়ক ভূমিকা পালন করবে। তারা শ্রমিকদের লেবার রাইটস ইস্যু, নিরাপত্তা, ন্যূনতম মজুরিসহ অন্য বিষয়ে নজর দিতে বলেছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার অনেক সংস্কার কাজে হাত দিয়েছে। লেবারখাতেও সংস্কার করার জন্য আলাদা একটি টিম কাজ করছে। এখানে শ্রম, পররাষ্ট্র, বাণিজ্য, অর্থ ও প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সবাই সমন্বিতভাবে কাজ করছে। মূলত তারা লেবার রাইটস ও লেবার ইউনিয়ন সংক্রান্ত ইস্যু নিয়েই আসছে। আর আমরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আমাদের শুল্কমুক্ত বাজার সুবিধা বাড়ানোর কথা বলেছি।’
তৈরিপোশাক খাতের অস্থিরতা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সচিব বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে তারা এখাতকে আরও কীভাবে মানোন্নয়ন করা যায়, সেক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’
আপনার মতামত লিখুন :