আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন চারটি ব্যাংকসহ মোট ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের একটি বিজ্ঞপ্তিতে তাদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ঋণ জালিয়াতির ঘটনায় আলোচিত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক।
এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে গতকাল শনিবার বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ঋণ কেলেঙ্কারি ও বিভিন্ন অনিয়মের কারণে তারল্য সংকটে পড়া এসব বেসরকারি ব্যাংককে রক্ষায় ফরেনসিক অডিট চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্কফোর্স। এ কারণে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। যেহেতু এমডিরা সেই সময় দায়িত্বে ছিলেন, তাই তাদের দায়িত্বে রেখে অডিট করলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে। নিরপেক্ষভাবে অডিট পরিচালনা এবং কোনো বিতর্ক এড়ানোর জন্যই তাদের ছুটিতে পাঠানো হয়েছে।
আরও জানা গেছে, নির্ধারিত সময়কালে হওয়া সব ধরনের লেনদেন যাচাই এবং কোনো তথ্য মুছে ফেলা হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই ফরেনসিক অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাস্কফোর্সের এই সিদ্ধান্তে একমত হয়েছে বাংলাদেশ ব্যাংকও।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ব্যাংকগুলোর আগের কর্মকর্তারা দায়িত্বে থাকলে অডিটে হস্তক্ষেপ বা ম্যানিপুলেশনের আশঙ্কা থাকতে পারে। এ কারণেই বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর যৌথ সিদ্ধান্তে ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :