নতুন তথ্যানুযায়ী, দেশে কর্মজীবী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার জনে। এর মধ্যে পুরুষ কর্মজীবীর সংখ্যা ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার এবং নারী কর্মজীবীর সংখ্যা ২ কোটি ২৫ লাখ ৭০ হাজার।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ অনুযায়ী, একই সময়ে শ্রমশক্তির ২৬ লাখ ৬০ হাজার মানুষ বেকার ছিলেন।
এই জরিপ ১৯তম আন্তর্জাতিক শ্রমশক্তি সম্মেলন (আইসিএলএস)-এর নির্দেশিকা অনুযায়ী প্রণয়ন করা হয়েছে এবং রোববার (৫ জানুয়ারি) তা প্রকাশ করে বিবিএস।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে দেশের মোট শ্রমশক্তির সংখ্যা ছিল ৭ কোটি ৬ লাখ। এর মধ্যে ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার পুরুষ এবং ২ কোটি ২৫ লাখ ৭০ হাজার নারী।
জরিপের সময় দেখা গেছে, দেশে ৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার নারী-পুরুষ গত সাত দিনে অন্তত এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজ করেছেন। এই সংখ্যক মানুষকে কর্মে নিয়োজিত হিসেবে বিবেচনা করা হয়েছে। এর মধ্যে ৪ কোটি ৫৭ লাখ ৭০ হাজার পুরুষ এবং ২ কোটি ১৭ লাখ ৪০ হাজার নারী।
অন্যদিকে, ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে দেশে বেকারের সংখ্যা ছিল ২৫ লাখ ৫০ হাজার। এর আগের প্রান্তিকে এই সংখ্যা ছিল ২৬ লাখ ৬০ হাজার।
এবারই প্রথমবারের মতো শ্রমশক্তি পরিসংখ্যান প্রস্তুত করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আন্তর্জাতিক পরিসংখ্যানবিদ সম্মেলন (আইসিএলএস) অনুসারে। এই নতুন পদ্ধতিতে, যাদের উৎপাদনমূলক কাজে যুক্ত হওয়ার পরেও বাজারে পণ্য বা সেবা বিক্রি করা হয় না, তাদের কর্মহীন হিসেবে বিবেচনা করা হয়।
বিবিএসের করা জরিপে উল্লেখ করা হয়েছে যে, গত সাত দিনে যারা এক ঘণ্টা হলেও কাজ করেনি কিন্তু কাজের জন্য প্রস্তুত ছিল, তারা বেকার হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া, যাদের কাজের জন্য আগ্রহ ও প্রস্তুতি ছিল, এবং যারা আগের ৩০ দিনের মধ্যে কোনো কাজের জন্য চেষ্টা করেছিল, তাদেরকেও বেকার হিসেবে গণ্য করা হয়েছে।
অন্যদিকে, যারা কর্মে নিয়োজিত নয়, তবে বেকার হিসেবেও গণ্য হন না, তারা মূলত শ্রমশক্তির বাইরে থাকা জনগোষ্ঠী। এর মধ্যে অন্তর্ভুক্ত আছেন শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি, প্রবীণ, কাজ করতে অক্ষম, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং এমন গৃহিণীরা যারা কর্মে যুক্ত হতে অনিচ্ছুক বা নিয়োজিত নন। সর্বমোট, গত সেপ্টেম্বর শেষে এই ধরনের জনগণের সংখ্যা ছিল ৫ কোটি ১৪ লাখ ৪০ হাজার।
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :