AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করব: বাণিজ্য উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৩ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করব: বাণিজ্য উপদেষ্টা

রমজান মাসের আগে বাজার স্থিতিশীল রাখার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, সরকারের এক্ষেত্রে কোনো আলাদিনের চেরাগ নেই, যার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্ক বাংলাদেশে অবকাঠামো, স্বাস্থ্য, জ্বালানি এবং অন্যান্য খাতে বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে, নবায়নযোগ্য জ্বালানিতে তুরস্ক বিনিয়োগ করতে চায়। এছাড়া, বাণিজ্য ভিত্তিক সামরিক খাতেও তুরস্ক বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরও জানান, দুদেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর জন্য ভবিষ্যতে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করা হবে, যেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, চালের বাজারে কিছুটা উদ্বেগ থাকলেও অন্যান্য পণ্যের বাজারে কোনো অসঙ্গতি নেই এবং চালের মজুতেও ঘাটতি নেই। তবুও, ব্যবসায়ীদের চাল আমদানিতে উৎসাহিত করতে আমদানি শুল্ক ৬৩ শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ করা হয়েছে। এছাড়া, এপ্রিল মাসে বোরো ধান উঠলে চালের বাজার স্বাভাবিক হয়ে যাবে।

রমজান মাসের বাজার সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, রমজান সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে, তবে সরকার কোনো আলাদিনের চেরাগের মালিক নয়, তাই রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!