রেস্তোরাঁর খাবারের বিলের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ৫ শতাংশেই বহাল থাকছে। এর আগে এই খাতের ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, রেস্তোরাঁ খাতে বর্ধিত ভ্যাট বাতিল করা হয়েছে। ফলে রেস্তোরাঁয় খাবারের বিলের ক্ষেত্রে আগের মতোই ৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিষয়টি পুনর্বিবেচনা করে রেস্তোরাঁ খাতে বর্ধিত ভ্যাট বাতিল করেছে। এ বিষয়ে রেস্তোরাঁ মালিক সমিতিকে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এর আগে, গত ৯ জানুয়ারি একটি অধ্যাদেশ জারি করে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক ও ভ্যাট বাড়ানো হয়। সেই তালিকায় রেস্তোরাঁ খাতও অন্তর্ভুক্ত ছিল। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে রেস্তোরাঁ মালিকেরা প্রতিবাদ জানান, যা শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রাখে।
বেশ কয়েক বছর শীতাতপনিয়ন্ত্রিত রেস্তোরাঁ সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট ছিল। তবে ধীরে ধীরে তা কমিয়ে ৫ শতাংশ করা হয়।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :