AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ঢাকা ব্যাংক, আইসিএমএবি ও

মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে চালু হলো কো-ব্র্যান্ডেড ভার্টিক্যাল ক্রেডিট কার্ড


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৭ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে চালু হলো কো-ব্র্যান্ডেড ভার্টিক্যাল ক্রেডিট কার্ড

ঢাকা ব্যাংক পিএলসি ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) যৌথভাবে আইসিএমএবি সদস্যদের জন্য একটি কো-ব্র্যান্ডেড ভার্টিক্যাল মাস্টারকার্ড ক্রেডিট কার্ড চালুর ঘোষণা দিয়েছে। নতুন এই কার্ডটি কার্ডহোল্ডারদের লেনদেনের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বিভিন্ন লাইফস্টাইল ও ভ্রমণ সুবিধা প্রদান করবে।  এছাড়া, আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে স্থিতিশীল অর্থনীতি গঠনে পেশাদার হিসাবরক্ষক ও ব্যাংকারদের ভূমিকা বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) জনাব মোঃ আবদুর রহমান খান এফসিএমএ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ।

বার্ষিক ফি মওকুফ সুবিধার পাশাপাশি এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে যতবার খুশি ততবার বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। এছাড়াও, তারা বিমানবন্দরের পিক-অ্যান্ড-ড্রপ সার্ভিসও উপভোগ করতে পারবেন। কার্ডহোল্ডারদের জন্য আরও রয়েছে মাস্টারকার্ড লাউঞ্জ কী প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের ১২০টি দেশের ১,৩০০টিরও বেশি বিমানবন্দরের লাউঞ্জ সুবিধা।

এছাড়াও, কার্ডহোল্ডাররা পাঁচ তারকা হোটেলে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার এবং সর্বোচ্চ ৪০ লাখ টাকার বীমা সুবিধাসহ পাবেন কুইনটুপল ক্রেডিট শিল্ড প্রোগ্রামের সুবিধা। পাশাপাশি, ঢাকা ব্যাংক পিএলসি থেকে অগ্রাধিকারভিত্তিক ব্যাংকিং সেবা যেমন- উন্নত রিটেইল ও ডিজিটাল ব্যাংকিং সমাধান, বিশেষ আর্থিক সেবা এবং স্বল্প সুদে ঋণের সুবিধা পাওয়া যাবে।

ঢাকা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, “আইসিএমএবি ও মাস্টারকার্ডের সঙ্গে এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ কার্ডহোল্ডারদের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করবে এবং দেশ-বিদেশে তাদের লেনদেনের অভিজ্ঞতা উন্নত করবে।”

আইসিএমএবি-এর সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ বলেন, “আমরা আশাবাদী, এই অংশীদারিত্ব আমাদের সদস্যদের জন্য অনেক চমৎকার সুবিধা বয়ে আনবে। আমরা ঢাকা ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ডের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় করতে কাজ চালিয়ে যাব, যাতে সদস্যরা আরও বাড়তি সুবিধা পান।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “এই উদ্যোগে ঢাকা ব্যাংক পিএলসি ও আইসিএমএবি -এর সঙ্গে যুক্ত হতে পেরে মাস্টারকার্ড অত্যন্ত আনন্দিত। এই কার্ডটি কার্ডহোল্ডারদের ভ্রমণ ও লাইফস্টাইলের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। কার্ডহোল্ডারদের জন্য আরও সহজ, সুবিধাজনক ও নিরাপদ লেনদেনের অভিজ্ঞতা নিশ্চিত করতে এই উদ্যোগটি তিন প্রতিষ্ঠানের সম্মিলিত প্রতিশ্রুতির প্রতিফলন।”

 

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!