AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৮ পিএম, ২৮ মার্চ, ২০২৫
সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা

আগামী ৩১ মার্চ থেকে ভোজ্যতেল আমদানিতে শুল্ক রেয়াত প্রত্যাহার হতে যাচ্ছে। এ কারণে ব্যবসায়ীরা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) পরিশোধনকারী মিলমালিকেরা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত আবেদন জমা দেন।

প্রস্তাবিত নতুন দাম কার্যকর হলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৩ টাকা (আগে ছিল ১৭৫ টাকা) এবং প্রতি লিটার খোলা সয়াবিন ও পাম তেল ১৭০ টাকা (আগে ছিল ১৫৭ টাকা) হবে। আগামী ১ এপ্রিল থেকে নতুন দাম কার্যকর করার প্রস্তাবনা দেয়া হয়েছে।

রোজার আগে দাম সহনীয় রাখতে সরকার ভোজ্যতেলের শুল্ক-করে যে রেয়াতি সুবিধা দিয়েছিল, তার মেয়াদ ৩১ মার্চ শেষ হচ্ছে। তবে এখনো সরকার শুল্ক-করের রেয়াতি সুবিধা বাড়াবে কি না, সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

ভোজ্যতেল ব্যবসায়ীদের মতে, শুল্ক রেয়াত অব্যাহত থাকলে তেলের দাম বাড়বে না। তবে এই সুবিধা প্রত্যাহার হলে আমদানি খরচ বেড়ে যাবে এবং দাম বাড়ানো ছাড়া উপায় থাকবে না। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ৩০ জুন পর্যন্ত শুল্ক-কর রেয়াত বাড়ানোর সুপারিশ করলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

এ বিষয়ে টিকে গ্রুপের পরিচালক শফিকুল আতাহার বলেন, ‘ভোজ্যতেলের ওপর আরোপিত শুল্ক রেয়াত প্রত্যাহারের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চিঠি দেয়া হয়েছে। সরকার যদি শুল্ক রেয়াত অব্যাহত রাখে, তাহলে ভোজ্যতেলের দাম বাড়বে না।’

 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Link copied!