AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১২৪৮ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত?


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৭ পিএম, ৮ এপ্রিল, ২০২৫
১২৪৮ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত?

দেশে সোনার দাম কমেছে, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। চার দফা বাড়ানোর পর এবার সোনার দাম কমেছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা, যা আগের তুলনায় ১ হাজার ২৪৮ টাকা কম। এর আগে, ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা ছিল ২২ ক্যারেট সোনার দাম, যা গত ২৯ মার্চ থেকে কার্যকর ছিল।

এছাড়া অন্যান্য মানের সোনার দামও নির্ধারণ করা হয়েছে:

  • ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম: ১ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা

  • ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি দাম: ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা

  • সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম: ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকা

এ বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, ও মার্চ মাসে বাজুস মোট ১৭ বার সোনার দাম পরিবর্তন করেছে, যার মধ্যে ১৪ বার দাম বৃদ্ধি পেয়েছে এবং ৩ বার কমেছে। সবচেয়ে বেশি দাম ছিল ২৮ মার্চ, যখন ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা ছিল, যা ছিল দেশের বাজারে সর্বোচ্চ রেকর্ড।

 

একুশে সংবাদ/জ.ন/এনএস

Shwapno
Link copied!