রাজধানীর বাজারে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত তিন দিনে কেজিতে দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের ভরা মৌসুম হলেও আড়তে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। সামনে দাম আরও বাড়তে পারে বলে তাদের আশঙ্কা।
সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর মালিবাগ, রামপুরা ও শান্তিনগরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, হালি পেঁয়াজের কেজি এখন ৫০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে তিন দিন আগেও দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা।
মালিবাগে পেঁয়াজ বিক্রেতা মো. জাহাঙ্গীর বলেন, “শুক্রবার ৪০ টাকায় বিক্রি করেছি, কিন্তু এখন পাইকারিতে দাম এতটাই বেড়েছে যে ৫০ টাকার নিচে বিক্রি করা সম্ভব না।”
রামপুরার ব্যবসায়ী আল-আমিন জানান, দুই দিনের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকার বেশি বেড়েছে। “আমরাও বাধ্য হয়ে দাম বাড়াচ্ছি।”
শান্তিনগর বাজারে দেখা গেছে, নিম্নমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, আর ভালো মানের পেঁয়াজের কেজি ৬৫ টাকা। গত শুক্রবার একই পেঁয়াজের দাম ছিল যথাক্রমে ৪৫ ও ৫০ টাকা। অর্থাৎ, ভালো মানের পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা।
বিক্রেতা আসলাম বলেন, “বড় ব্যবসায়ীরা এখন থেকেই পেঁয়াজ মজুত করতে শুরু করেছেন। আবার অনেক ভোক্তাও সংরক্ষণের জন্য বেশি করে পেঁয়াজ কিনছেন। ফলে চাহিদা বাড়ায় দামও বাড়ছে।”
পেঁয়াজ কিনতে আসা সুলাইমান হোসেন বলেন, “এই তো কয়েকদিন আগে ৪৫ টাকায় পেঁয়াজ কিনেছিলাম, আজ চাচ্ছে ৬৫ টাকা! বাজারে এখন মনিটরিং নেই, তাই ইচ্ছেমতো দাম বাড়ানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “দেশি পেঁয়াজের ভরা মৌসুমেও যদি দাম এমন বাড়ে, তাহলে সামনে কী হবে? সরকারকে এখনই বাজার মনিটরিং জোরদার করতে হবে, না হলে আবার পেঁয়াজের অস্বাভাবিক দামের পুনরাবৃত্তি ঘটতে পারে।”
একুশে সংবাদ// জা.নি//এ.জে
আপনার মতামত লিখুন :