বিশ্ববাজারে সোনার দাম সামান্য হ্রাস পেয়েছে। সোমবার (১৪ এপ্রিল) আউন্সপ্রতি সোনার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৩,২২২.৪৯ ডলার হয়েছে। এর আগের দিন রেকর্ড ৩,২৪৫.৪২ ডলারে পৌঁছেছিল এই মূল্য।
মূলত কম্পিউটার ও স্মার্টফোনের উপর শুল্ক থেকে রেহাই দেওয়ার সিদ্ধান্তই এই মূল্যহ্রাসের অন্যতম কারণ। চীন থেকে আমদানি করা এসব পণ্যের ওপর ১২৫% শুল্ক থাকলেও, এবার তা থেকে ছাড় দেওয়া হয়েছে।
ইউএস গোল্ড ফিউচারস এর দামও একই দিনে শূন্য দশমিক ২ শতাংশ কমে ৩,২৩৮.৫০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক চাপের সময়ে সোনা নিরাপদ সম্পদ হিসেবে দেখা হলেও, শুল্ক বিষয়ে ইতিবাচক ইঙ্গিত থাকায় সোনার চাহিদা কিছুটা কমেছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, চিপস ও সেমিকন্ডাক্টরের ওপর নতুন করে শুল্ক আসছে শিগগিরই, যার ফলে বাজারে আবারও অস্থিরতা তৈরি হতে পারে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :