দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধি হয়েছে। ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা, যা এ পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬০ হাজার ২০৫ টাকা। পাশাপাশি, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে গুণতে হবে ১ লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা। এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২৩ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে দাম বাড়ানো হয়েছে ১৭ বার। দাম কমানো হয়েছে ৬ বার।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করছেন বিভিন্ন দেশের পণ্যে। যা থেকে বৈশ্বিক বাণিজ্যে তৈরি হয়েছে অস্থিরতা। এতে, বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম। ফলে, দেশের বাজারেও দাম সমন্বয় করতে হচ্ছে।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :