AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অর্থনৈতিক ধীরগতিতে ৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হওয়ার শঙ্কা : বিশ্ব ব্যাংক


Ekushey Sangbad
অর্থ-বাণিজ্য ডেস্ক
০৩:৩০ পিএম, ২৪ এপ্রিল, ২০২৫

অর্থনৈতিক ধীরগতিতে ৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হওয়ার শঙ্কা : বিশ্ব ব্যাংক

অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতির কারণে বাংলাদেশে চলতি বছর প্রায় ৩০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব ব্যাংক। সংস্থাটির ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক সর্বশেষ প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার প্রকাশিত এ প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক দারিদ্র্যসীমা অনুযায়ী (যেখানে দৈনিক আয় ২.১৫ ডলারের কম হলে একজনকে ‘হতদরিদ্র’ ধরা হয়) বাংলাদেশে ২০২২ সালে হতদরিদ্রের হার ছিল ৫ শতাংশ। ২০২৫ সালের মধ্যে তা বেড়ে ৯.৩ শতাংশে পৌঁছাতে পারে।

জাতীয় দারিদ্র্যসীমার ক্ষেত্রেও বাড়তি ঝুঁকির কথা জানিয়েছে বিশ্ব ব্যাংক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশের দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ। তবে বিশ্ব ব্যাংকের মতে, চলতি বছরে তা বেড়ে ২২.৯ শতাংশে পৌঁছাতে পারে। সংস্থাটি বলছে, অর্থনীতির ধীরগতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন আয়ের ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। পাশাপাশি শ্রমবাজারও দুর্বল থাকতে পারে।

বিশ্ব ব্যাংক আরও জানায়, সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রভাবে কর্মসংস্থান ও আয় কমে যাওয়ায় দারিদ্র্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

এর আগে সংস্থাটির দ্বি-বার্ষিক ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস’ প্রতিবেদনে বলা হয়, ২০২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে নেমে আসতে পারে। এর আগে জানুয়ারিতে এই হার ৪.১ শতাংশ হিসেবে পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি কিছুটা বাড়িয়ে ৪.৯ শতাংশে উন্নীত হওয়ার আশা প্রকাশ করেছে সংস্থাটি।

 


একুশে সংবাদ//স.কা//এ.জে

Shwapno
Link copied!