AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিলামে উঠলো এস আলম গ্রুপের দুটি শিল্পপ্রতিষ্ঠান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০০ পিএম, ২৯ এপ্রিল, ২০২৫

নিলামে উঠলো এস আলম গ্রুপের দুটি শিল্পপ্রতিষ্ঠান

আর্থিক দায় পরিশোধে ব্যর্থ হওয়ায় এস আলম গ্রুপের দুটি কারখানা এবং ঢাকার একটি জমিসহ বেশ কয়েকটি সম্পত্তি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৮২ কোটি টাকা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এস আলম স্টিলস লিমিটেড এবং এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডসহ ঢাকার ধানমণ্ডির চারতলা ভবন ও প্রায় ৪১.৭৫ শতাংশ জমি নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

ব্যাংকের দাবি অনুযায়ী, ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা চলতি বছরের ২৮ এপ্রিল পর্যন্ত সুদসহ ৮১ কোটি ৮০ লাখ টাকারও বেশি অর্থ বকেয়া রেখেছেন। ঋণ আদায়ের লক্ষ্যে ‘অর্থঋণ আদালত আইন ২০০৩’-এর ১২(৩) ধারার আওতায় এই সম্পত্তিগুলো নিলামে তোলা হয়েছে।

এর আগেও ইসলামী ব্যাংক একই গ্রুপের বিরুদ্ধে আরও দুটি ধাপে বড় অঙ্কের খেলাপি ঋণ আদায়ে সম্পত্তি নিলামে তোলে। ২৭ এপ্রিল প্রায় ২ হাজার ১৮০ কোটি টাকার দায়ে স্টিল কারখানা, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল মিল এবং ২০ এপ্রিল প্রায় ৯ হাজার ৯৪৮ কোটি টাকার পাওনা আদায়ে চিনি কারখানা ও জমি নিলামে তোলা হয়।

 

একুশে সংবাদ// আ.ট//এ.জে

Shwapno
Link copied!