২০২৫-২৬ অর্থবছরের বাজেট হবে "বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব"—এমন আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই-এর যৌথ আয়োজনে হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ৪৫তম পরামর্শক কমিটির সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।
ড. সালেহউদ্দিন বলেন:“এবারের বাজেট বাস্তবমুখী হবে। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজতর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”
তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে এফডিআই (বিদেশি বিনিয়োগ) বৃদ্ধির লক্ষ্যে। এছাড়া আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গেও অর্থনৈতিক সংস্কার ও সহযোগিতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি বলেন,“ভুল হতে পারে, কিন্তু সরকার কাজ করছে আপনাদের জন্য।”
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাজেট হবে ন্যায্য ও লক্ষ্যভিত্তিক।
বিডা ও বেজা`র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, সরকারের মূল লক্ষ্য হলো ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নয়ন। তিনি বাজেট প্রণয়নে বেসরকারি খাতের সুনির্দিষ্ট ও গঠনমূলক প্রস্তাবনা আহ্বান করেন।
এফবিসিসিআই’র প্রস্তাবনা:
সভায় এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন:
কস্ট অব ডুয়িং বিজনেস কমানো
বিনিয়োগ আকর্ষণ ও নিরাপত্তা
বন্দর, শিপিং ও জ্বালানি খাতের দক্ষতা বৃদ্ধি
ব্যবসা-বান্ধব মুদ্রা ও শুল্কনীতি
কর ব্যবস্থায় হয়রানি ও জটিলতা দূর করা
এসব বিষয়কে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তর
সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন: “ব্যবসায়ীদের সঙ্গে এনবিআরের দূরত্ব কমাতে ডিজিটাল কর ব্যবস্থাপনা কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি জানান, এনবিআর ইতোমধ্যে বিভিন্ন ডিজিটাইজেশন প্রকল্প হাতে নিয়েছে, যা কর প্রদান ও অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকে সহজ করবে।
সভায় উন্মুক্ত আলোচনায় দেশের খাতভিত্তিক সমস্যা ও সমাধান নিয়ে বক্তব্য দেন বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।
এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, মহাসচিব মো. আলমগীর হোসেন, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একুশে সংবাদ//ঢ.প//এ.জে
আপনার মতামত লিখুন :