করোনার কারণে শিক্ষায় অনেক ঘাটতি হয়েছে। সেসব ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
আজ বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন করে সব কার্যক্রম শুরু হয়েছে। আশা করি, তাদের আগামী দিনগুলো সুন্দর হবে। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাদের প্রথম
কয়েক সপ্তাহ ঘাটতি থাকা বিষয়গুলো অ্যাসেসমেন্টের মাধ্যমে করিয়ে নিলে সেটা পূরণ করা যাবে।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার সময়ে কাগজ নিয়ে অনেক সময় সমস্যা হয়েছে, টেন্ডার করতে সমস্যা হয়েছে। আশা করি দ্রুতই বই পেয়ে যাবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ, ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার এ সময় উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এসএম
আপনার মতামত লিখুন :