AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিকারুননিসায় পাসের হার ৯৮.৬৫, বাঁধভাঙা উল্লাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৮ পিএম, ২৬ নভেম্বর, ২০২৩
ভিকারুননিসায় পাসের হার ৯৮.৬৫, বাঁধভাঙা উল্লাস

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। আর গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

এদিকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসিতে পাসের হার ৯৮.৬৫ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ১১৬৬ জন। এবার প্রতিষ্ঠানটিতে অকৃতকার্য হয়েছে ৩৫ জন।

রোববার (২৬ নভেম্বর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী এসব তথ্য জানান।

অধ্যক্ষ বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ২৬২১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ২৫৯৬ জন। পাস করেছে ২৫৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ১১৬৬ জন। সে হিসাবে পাসের হার শতকরা ৯৮.৬৫ শতাংশ।

ফলাফল প্রকাশ হওয়ার আগেই সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজে আসা শুরু করেন। ফলাফল জানার পর দারুণ উচ্ছ্বসিত তারা। শিক্ষার্থীদের পাশাপাশি অনেকের মা-বাবাও এসেছেন। তারাও সন্তানদের ভালো রেজাল্টে খুশি।


একুশে সংবাদ/এসআর

Link copied!