পূর্ণ নম্বরে পরীক্ষা হওয়ায় গত বছরের তুলনায় এবছর পাশের হার ও জিপিএ-৫ কিছুটা কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে করোনাপূর্ব সময়ের সাথে মেলালে ফলাফল ইতিবাচক বলে জানান তিনি।
রোববার (২৬৯ নভেম্বর) এইচএসসির ফল প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ বলেন তিনি।
তিনি জানান, ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার ফলাফল পূনর্মূল্যায়নের সুযোগ থাকবে।
এসময় ভবিষ্যৎ প্রজন্মকে জিম্মি করে রাজনীতি না করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয় পর্যায়ে একক ভর্তি পরীক্ষার বিষয়টি এখনও পর্যালোচনা করছে সরকার। এবছর না হলে পরের বছর হবে বলেও জানান তিনি।
দীপু মনি বলেন, কোচিং ব্যবসায় জড়িত এবং নোট গাইড ব্যবসায়ী চক্রই নতুন কারিকুলাম নিয়ে অনলাইনে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :