AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুরুদাসপুরে ৪৮ হাজার শিক্ষার্থীর হাতে ৩ লাখ নতুন বই


Ekushey Sangbad
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, নাটোর
০৪:৫১ পিএম, ১ জানুয়ারি, ২০২৪
গুরুদাসপুরে ৪৮ হাজার শিক্ষার্থীর  হাতে  ৩ লাখ নতুন বই

বছরের প্রথম দিনেই নাটোরের গুরুদাসপুরে নতুন বইয়ের ঘ্রান নিয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের ৪৮ হাজার ৫৮০ জন শিক্ষার্থী। তাদের হাতে তুলে দেয়া হয়েছে প্রায় ৩ লাখ নতুন বই।

 

সোমবার (১জানুয়ারী)সকাল সাড়ে ১১ টায় গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ চত্তরে আনুষ্ঠানিকভাবে বই উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়,এবছর প্রাথমিকস্তরের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেনীতে অধ্যয়নরত ২২ হাজার ১০০জন শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৭ হাজার ৭০০ কপি নতুন বই বিতরন করা হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে আগেই নতুন বই পৌছে দিয়ে একযোগে বছরের প্রথমদিন আনুষ্ঠানিকভাবে বই উৎসব করা হয়েছে।

অপর দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, তারা এবতেদায়ী,দাখিল মাদ্রাসা ও মাধ্যমিকের ২৬ হাজার ৪৮০ জন শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৮৩ হাজার ৭০০ কপি বই বিতরন করেছেন। সব বই এসে না পৌছায় সব শ্রেনীর সব বই প্রথম দিন বিতরন করা সম্ভব হয়নি। বই বিতরনের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোনাব আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার,একাডেমিক সুপার ভাইজার বজলুর রহমান,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জালাল উদ্দিন,সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল করিম ও শাহাদত হোসেন,অভিভাবক সদস্য ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক সাজেদুর রহমান,চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাছ প্রমুখ। নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি দেশে শিক্ষার হার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই,উপবৃত্তির ব্যবস্থা করেছে। অভিভাবকদের অধ্যয়ন উপযোগী শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর পরামর্শ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন,সরকার শিক্ষাকে বাধ্যতামুলক করেছেন। প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে উপবৃত্তির ব্যবস্থা,কোথাও মিড ডে মিল,কোথাও শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসুচী চালু করেছেন। এক কথায় শিক্ষাকে সর্বাধীক গুরুত্ব দিয়ে উৎসাহিত করা হয়েছে। আগামী স্মার্ট ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ নিতে শিক্ষার্থীদের মেধা ও যোগ্য হিসাবে গড়ে উঠে সর্বাধুনিক বাংলাদেশ নির্মানে আত্মনিয়োগের পরামর্শ দেন তিনি। পরে অতিথিরা চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের স্কুল শাখা ও চাঁচকৈড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দেন। এসময় শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!