যৌক্তিক কারণে শিক্ষা কারিকুলামে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দায়িত্ব গ্রহণের পর সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে বছরে তিনবার শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণের মাধ্যমে দ্রুত শূন্যপদ পূরণের পরিকল্পনার কথাও জানান তিনি। এ ছাড়া পর্যায়ক্রমে নিম্ন মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান এমপিওভুক্তিসহ শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা জানান মন্ত্রী।
যুগের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশের শিক্ষাব্যবস্থায় এসেছে রূপান্তর। ২০২৩ সাল থেকে প্রবর্তন করা হয়েছে নতুন কারিকুলাম। খোল নলচে পরিবর্তন নিয়ে কারিকুলামের শিখন পদ্ধতি থেকে শুরু করে মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নবগঠিত মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান মহিবুল হাসান চৌধুরী নওফেল। দায়িত্ব গ্রহণের পর সময় সংবাদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, শিক্ষিত বেকার নয়, তরুণদের দক্ষতাসম্পন্ন জনসম্পদে রূপান্তরের লক্ষ্যেই চালু হয়েছে নতুন কারিকুলাম। তবে যৌক্তিক কারণ থাকলে শিখন পদ্ধতি থেকে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন হতে পারে বলে জানান তিনি।
দেশে মাধ্যমিক স্তরের অনেক প্রতিষ্ঠানে শিক্ষক সংকট চরমে। অনেক প্রতিষ্ঠানেই নেই বেতন-ভাতার এমপিও সুবিধা। তাই বছরে তিনবার শিক্ষক নিয়োগের পাশাপাশি নিম্ন মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান পর্যায়ক্রমে এমপিও সুবিধার আওতায় আনার পরিকল্পনার কথা জানান নতুন মন্ত্রী।
তিনি বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিও সুবিধা থাকা উচিত বলে মনে করি। এ ছাড়া শিক্ষকের ব্যাপারে প্রতি ৩ মাস বা ৪ মাস পরপর দ্রুত নিয়োগ দিতে ইতোমধ্যেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সঙ্গে কথা বলেছি।
তিনি বলেন,মন্ত্রী কথা বলেন উচ্চশিক্ষা নিয়েও। তিনি বলেন, অর্থ সাশ্রয় ও শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ত্বরান্বিত করা হবে একক ভর্তি প্রক্রিয়া। তবে সমুন্নত রাখা হবে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, অক্ষুণ্ন থাকবে স্বকীয়তা।
বিশ্ববিদ্যালয় অধীনস্থ কোনো প্রতিষ্ঠান নয়। তাদের সঙ্গে আলোচনা করেই কাজটা করব।কারণ চাপিয়ে দিয়ে কোনো কিছু অর্জন করা যায় না।
শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও বদলিসহ শিক্ষাঙ্গনে দুর্নীতি রোধ করে সুশাসন প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ বলছেন নতুন শিক্ষামন্ত্রী।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :