AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন 


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৬ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন 

বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদর দপ্তর পিলখানায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ-এর ২০২৪ সনের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। 

রবিবার (৪ ফেব্রুয়ারী) বিকেল ৩:০০ ঘটিকায়  আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর অতিরিক্ত হাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী, পিবিজিএম। বিশেষ অতিথির আসন অংলকৃত করেন শ্রদ্ধেয়া ম্যাডাম ডা. হোমায়রা শবনম। ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ও গভর্ণিং বডির সদস্য সচিব লে. কর্নেল মোহাম্মদ আবদুল জাওয়াদ।

আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চারটি হাউসের মধ্যে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুতে ছিল প্রতিষ্ঠানের মনোজ্ঞ কুচকাওয়াজ। হলদে পাখি, কাব স্কাউট বয়েজ, কাব স্কাউট গার্লস, বয়েস স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি পুরুষ, বিএনসিসি মহিলা, নৌ ও এয়ার স্কাউট পুরুষ-মহিলা, হাউস প্যারেড সমন্বয়ে বিভিন্ন ইউনিট প্রতিষ্ঠানের নিজস্ব বাদকদলের ব্যান্ডের তালে তালে সুশৃঙ্খল কুজকাওয়াজ প্রদর্শন করে।

এরপর তায়কোয়ান্দো দলের শারীরিক কসরত প্রদর্শনী, হাউসভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক ছাত্রীর পরিবেশনায় প্রদর্শিত হয় মনোমুগ্ধকর ফিল্ড ডিসপ্লে। 

আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কাজী নজরুল ইসলাম হাউস এবং রানার আপ হয় ড. কুদরত-ই-খুদা হাউস। 

 

একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ

Link copied!