সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের প্রার্থীদের চূড়ান্ত ফল বুধবার ১৫ প্রকাশ হতে পারে বলে জানা গেছে। এ ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
মঙ্গলবার ১৪ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের ২২টি জেলার মধ্যে ২১ জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার ফল সপ্তাহখানেক আগেই অধিদফতরে পৌঁছেছে। এরপর চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য যাচাই-বাছাই শুরু হয়। সবকিছু ঠিক থাকলে বুধবার ১৫ মে ফলাফল প্রকাশ হতে পারে।
দ্বিতীয় ধাপে গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হন। এরপর গত ১৪ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেয়া হচ্ছে।
একুশে সংবাদ/ বা.২৪/ এসএডি
আপনার মতামত লিখুন :