AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রেমালের কারণে স্থগিত কারিগরির দুই পরীক্ষা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২২ পিএম, ২৭ মে, ২০২৪
রেমালের কারণে স্থগিত কারিগরির দুই পরীক্ষা

ঘূর্ণিঝড় রেমালের কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মঙ্গলবারের (২৮ মে) দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (২৭ মে) কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ২৮ মে তারিখে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে।

স্থগিত করা পরীক্ষার সময়সূচি পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করা হবে বলেও জানানো হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এ বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রেমাল রোববার (২৭ মে) রাত ৮টার দিকে মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার। এর প্রভাবে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় দেশের বিভিন্ন এলাকায়।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!