চাকরিপ্রত্যাশীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর
১. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উ: নাটোর
২. লালন ফকিরের জন্মস্থান কোথায়?
উ: কুষ্টিয়া
৩. সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উ: হবিগঞ্জ
৪. ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক কে?
উ: মোনায়েম সরকার
৫. পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন?
উ: মোনায়েম সরকার
৬. বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে?
উ: চট্টগ্রাম
৭. ‘সুলতানার স্বপ্ন’ কার রচনা?
উ: বেগম রোকেয়া
৮. বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
উ: পাবনা
৯. বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
উ: হরিপুর
১০. বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি?
উ: নাফ
একুশে সংবাদ/এসএডি
আপনার মতামত লিখুন :