দীর্ঘ রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে পুনরায় পাঠদান শুরু হয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে পুরোদমে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে।
আগামীকাল বুধবার (৯ এপ্রিল) খুলছে মাধ্যমিক বিদ্যালয়গুলো। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের সূত্রে এসব তথ্য জানা গেছে। ছুটি শেষে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাস শুরুর নোটিশ প্রকাশ করেছে।
প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি, ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে। পরদিন ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। এরপর দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা এবং ঈদুল ফিতরের ছুটির কারণে প্রায় ৪০ দিন শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল।
যদিও সোমবার (৭ এপ্রিল) থেকেই স্কুল খোলার কথা ছিল, তবে `গ্লোবাল স্ট্রাইক ফর গাজা` কর্মসূচিতে সংহতি জানিয়ে সেদিন ক্লাস হয়নি। ফলে মঙ্গলবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পুরোদমে ক্লাস শুরু হয়।
মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও ছুটি কার্যত শুরু হয়েছিল ২৭ ফেব্রুয়ারি থেকে, যদিও আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয় ২ মার্চ। তার আগের ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি। দীর্ঘ এই ছুটির পর আগামীকাল বুধবার (৯ এপ্রিল) থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে।
মাদরাসাগুলোতে ছুটি শুরু হয়েছিল আরও আগে, ২৫ ফেব্রুয়ারি থেকে। রমজান, স্বাধীনতা দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদ উপলক্ষে প্রায় ৪২ দিন ছুটির পর মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে মাদরাসাগুলো চালু হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় আজ থেকেই শ্রেণিকক্ষে পাঠদান শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ছুটি শেষ হয় ৩ এপ্রিল। পরবর্তী সাপ্তাহিক ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) থেকে এসব কলেজে ক্লাস শুরু হয়। তবে ৭ এপ্রিল ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির কারণে অনেক কলেজে পাঠদান স্থগিত ছিল। মঙ্গলবার থেকে এসব কলেজে আবারও নিয়মিত ক্লাস শুরু হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান ‘স্কুল অ্যান্ড কলেজ’ হিসেবে পরিচালিত, সেগুলো মাধ্যমিকের সঙ্গে মিলিয়ে বুধবার (৯ এপ্রিল) খুলবে।
একুশে সংবাদ// চ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :