ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নেওয়ার আগ্রহ দেখিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৩ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মো. শিশির মনির। তিনি জানান, হাইকোর্টে চলমান রিটের শুনানিকে সামনে রেখে কর্তৃপক্ষ নতুন করে এমসিকিউ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তে পৌঁছেছে।
জানা গেছে, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি ১৪৬ নম্বর সিরিয়ালে শুনানির তালিকায় রয়েছে।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু প্রশ্নপত্রে একাধিক ভুল থাকায় পরীক্ষার নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এক পরীক্ষার্থী। এরপর ২০ ফেব্রুয়ারি উপাচার্যের কাছে আবেদন করে পরীক্ষাটি বাতিল করে পুনরায় নেওয়ার দাবি জানানো হয়। আবেদনটি আমলে না নেওয়ায়, পরবর্তীতে হাইকোর্টে রিট দায়ের করেন ওই শিক্ষার্থী।
১৯ মার্চ হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ পরীক্ষার ফল প্রকাশ ও পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ জারি করেন।
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :