AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৭ পিএম, ২২ এপ্রিল, ২০২৫

দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ

ঢাকা সিটি কলেজে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন দেশবাসী, পুলিশ ও প্রশাসনের কাছে।

তিনি বলেন, “আজ সকাল ১১টার দিকে কিছু ব্যক্তি হঠাৎ করে কলেজে প্রবেশ করে হামলা চালায়। আমরা এ ধরনের সহিংস আচরণের তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য নয়।”

মঙ্গলবার (২২ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত রমজানের আগেও ঢাকা সিটি কলেজের স্থাপনার ওপর হামলা করা হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউশি, ঢাকা জেলা প্রশাসনসহ দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান আজ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।

তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি। আমাদের সিটি কলেজ জাতীয় সম্পদ। আমরা সবসময় শিক্ষার্থীদের বলি, তোমরা ছাত্ররা সবাই ভাই-ভাই। গন্ডগোল করো না। মনোমালিন্য হতে পারে, তবে এটাকে কেন্দ্র করে স্থাপনার ওপর হামলা কখনো কাম্য হতে পারে না। আমাদের ছাত্রসমাজের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।

এদিকে সংঘাত এড়াতে আগামী ২ দিনের জন্য ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যেন আবারও কোনো খারাপ পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বুধবার ও বৃহস্পতিবার সব ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Shwapno
Link copied!