AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্টেজ শোতে ব্যস্ত ফারিয়া


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:১৫ পিএম, ১৩ জুলাই, ২০২৪
স্টেজ শোতে ব্যস্ত ফারিয়া

দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। তবে এখন তার হাতে কাজ কম। ঘুরছেন দেশ বিদেশ। মাঝে মধ্যেই দেশের বাইরে যান শো করতে।

উপস্থাপক থেকে নায়িকা ও গায়িকা বনে যাওয়া এই নায়িকা কিছুদিন আগেও জায়েদ খানকে সঙ্গী করে ঘুরে এসেছেন অস্ট্রেলিয়া। বলা যায়, দেশ এবং দেশের বাইরে নিয়মিত স্টেজ শোতে অংশ নিচ্ছেন তিনি।

May be an image of 1 person and smilingMay be an image of 1 person and pool
এবার ফারিয়া হ্যাটট্রিক করতে যাচ্ছেন। কানাডায় একে একে তিনটি স্টেজ শোতে অংশ নেবেন এই নায়িকা। কানাডাপ্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে স্টেজ শোতে পারফর্ম করতে গত ১০ জুলাই কানাডার ক্যালগিরিতে পৌঁছেছেন তিনি। সেখানে তিনি আগামী ১৪ জুলাই একটি স্টেজ শোতে অংশ নেবেন।
নুসরাত ফারিয়া জানান, এরপর আগামী ৩ আগস্ট টরন্টো এবং ৯ আগস্ট মন্ট্রিয়লে ভিন্ন দুটি স্টেজ শোতে পারফর্ম করবেন তিনি।

May be an image of 1 person, guitar and text that says "CLBOX sOX"May be an image of 2 people, people dancing, saxophone and crowd
এ সম্পর্কে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, ‘তিনটি ভিন্ন শোতে আমি পারফর্ম করব।

তিনটি ভিন্ন শো আলাদা আলাদা টিম ডিরেকশন দিয়েছে। প্রতিটি পারফরম্যান্সে অবশ্যই আমার প্রিয় বাংলাকে, বাংলাদেশকে তুলে ধরব। সেই সঙ্গে আমার অভিনীত সিনেমার গানও ঠাঁই পাবে আমার পারফরম্যান্সে।
দেশের বাইরে খুব অল্প সময়ের জন্যই আসি বা বেশি সময়ের জন্যই আসি, দেশের বাইরে এলেই দেশকে ভীষণ মিস করি। ধন্যবাদ আয়োজকদের, যাদের নিমন্ত্রণে আমি এবার কানাডায় এলাম।

May be an image of 3 peopleNo photo description available.

খুব চমৎকার সময় কাটানো শুরু হলো ক্যালগিরিতে। আশা করছি, পুরো এই জার্নিটা আনন্দদায়ক হবে ইনশাআল্লাহ।’
গত ঈদে ফারিয়া একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এতে তার সহশিল্পী ছিলেন মিলি বাশার। গত ২৪ মে ভারতের গুজরাটে অবস্থিত ‘পারুল ইউনিভার্সিটি’তে অতিথি হিসেবে বক্তৃতা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!