বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দীর্ঘ চার বছরের সম্পর্কের পর ২০১৭-এর ডিসেম্বরে ইতালির ফ্লোরেন্স শহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।এর মধ্যেই খুশির খবর শুনিয়েছেন এই সেলেব দম্পতি। আগামী জানুয়ারিতে মা হতে চলেছেন অনুষ্কা।
কিন্তু জানেন কি তাদের মোট সম্পত্তির পরিমাণ? ২০২০র জানুয়ারির হিসেবে তাঁদের দুজনের মোট আয়ের পরিমাণ প্রায় ১২০০ কোটি টাকা। এই মুহূর্তে দেশের সব চেয়ে ধনী সেলেব্রিটি কাপলদের মধ্যে বিরুস্কা যে অন্যতম তা বলাই যায়।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অনুস্কার বেবি বাম্প সহ যোগাসনের ছবি। তাতে তাঁকে সাহায্য করতে দেখা গিয়েছে স্বামী বিরাটকে। ২০১৯-এ আয়ের দিক থেকে সালমান খানকে পেছনে ফেলে ফোরবস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী প্রথম স্থান আছে বিরাট। সে বছর তাঁর মোট আয় ছিল ২৫২.৭২ কোটি টাকা। ২০১৯-এর এই আয়ের ফলে বিরাটের মোট আয় দাঁড়ায় ৯০০ কোটি টাকা। চলতি বছরে আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালরের হয়ে খেলার জন্য ১৮ কোটি টাকা পান তিনি। এছাড়াও বিসিসিআই তরফে তাঁকে বছরে সাত কোটি টাকা বার্ষিক পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়। এছাড়াও বেশ কয়েকটি ব্র্যান্ডও এন্ডরস করেন তিনি।
একুশে সংবাদ /স/এস
আপনার মতামত লিখুন :