ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের দোয়ার জন্যই স্বামীকে নিয়ে ওমরাহ পালন করতে গিয়েছিলেন। কিন্তু ওমরাহ করে দেশে ফেরার পর বিমানবন্দরেই পড়লেন আইনি বিপাকে। ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। পাঠানো হল কারাগারে।
মাহির এই গ্রেপ্তারে প্রতিবাদী হয়ে উঠেছেন অনেকেই। মাহিয়া মাহি ইস্যুতে এবার কথা বললেন দুই বাংলার অভিনেত্রী জয়া আহসানও। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বললেন, মনে রাখা দরকার, মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা।
জয়া ফেসবুকে লিখেছেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেফতার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন ৯ মাসের অন্তঃসত্ত্বা। তার অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনও ক্ষতি না হয়।’
গর্ভের সন্তানের ব্যাপারে সংবেদনশীল থাকার অনুরোধ জানান জয়া। বলেন, ‘রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করবো, মা আর অনাগত শিশুর যেন কোনও ক্ষতি না হয়, সে ব্যাপারে সংবেদনশীল থাকবেন।’
একুশে সংবাদ.কম/ড.ব/বি.এস
আপনার মতামত লিখুন :