AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাকিব খানকে লিগ্যাল নোটিশ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৪৯ পিএম, ২২ মার্চ, ২০২৩
শাকিব খানকে লিগ্যাল নোটিশ

সম্প্রতি তার বিরুদ্ধে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়া প্রবাসি বাঙালি প্রযোজক শুটিংয়ে শিডিউল ফাঁসানো, অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ।

 

এই প্রযোজকের নামে মানহানি মামলা করতেই শনিবার (১৮ মার্চ) রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। সেখানে মামলা নেওয়া হয়নি। এরপরের দিন রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন বলে গণমাধ্যমকে জানান শাকিব খান।

 

সেখানে শাকিব তার বক্তব্যে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও ভূয়া বলে উল্লেখ করেন। এবার এসব আপত্তিকর মন্তব্যের জেরে রহমত উল্লাহর পক্ষে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ড. মোঃ তবারক হোসেন ভূঁইয়া। জুরিসকনসাল্টস অ্যান্ড লিগ্যাল সল্যুশনের (জেএলএস) হেড অব চেম্বার তিনি। তার স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে শাকিবের ঠিকানায়।

 

নোটিশে উল্লেখ করা হয়েছে, আমাদের মক্কেল রহমত উল্লাহ একজন প্রযোজক হওয়া স্বত্বেও দেশের বিভিন্ন গণমাধ্যম ও ডিজিটাল প্লাটফর্মে তার নামে মিথ্যা, মানহানিকর এবং আক্রমণাত্মক মন্তব্য/বিবৃতি দিয়েছেন। গেল ১৯.০৩.২০২৩ তারিখে বিকালে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমকে আপনি বলেছেন, রহমত উল্লাহর মতো একজন ভুয়া, প্রযোজক নামধারী, বাটপার, প্রতারক সবার সঙ্গে প্রতারণা করেছে এবং এফডিসিতে গিয়ে শিল্পী সমিতি, পরিচালক প্রযোজক সমিতিতে ভুয়া প্রযোজক বিচারক বিচার চেয়েছে। এছাড়া গোয়েন্দা শাখাকে বলেছেন যে, রহমত উল্লাহ প্রযোজক না হয়ে আজেবাজে প্রোপ্রাগান্ডা সৃষ্টি করেছেন যা অসত্য।

 

নোটিশে আরো বলা হয়েছে, আপনি রহমত উল্লাহকে সামাজিকভাবে হেয় করার জন্য এবং খারাপ উদ্দেশ্য নিয়ে এই মন্তব্য করেছেন। এতে তার সুনাম নষ্ট হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমের সামনে অপমানজনক, মিথ্যা মন্তব্য/বিবৃতি দেওয়া ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং ২৯ এর অধীনে ফৌজদারি অপরাধ গণ্য হবে। যাতে পেনাল কোড ১৮৬০-এর ধারা ৪৯৯ এবং ৫০০ এর অধীনে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।

 

এই নোটিশ প্রাপ্তির তারিখ থেকে তিন দিনের মধ্যে গণমাধ্যমের সামনে দেওয়া আপনার মন্তব্য/বিবৃতিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। তা না হলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের মক্কেলের কাছ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

 

লিগ্যাল নোটিশটি শাকিব খান পেয়েছেন কি-না জানার জন্য তার ফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি। এছাড়া হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি।  

 

তবে প্রযোজক রহমত উল্লাহ ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, প্রাপক লিগ্যাল নোটিশটি পেয়েছেন। তিনি আরো লেখেন, অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রথম ধাপ। লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশে আমার প্রতিনিধিত্বকারী বিজ্ঞ আইনজীবী ড. মোঃ তবারক হোসেন ভূঁইয়া। এখন থেকে এই বিষয়ে যে কোন ধরনের বার্তা দেওয়ার প্রয়োজন হলে সেটা আমার বিজ্ঞ আইনজীবী দেবেন।  

 

একুশে সংবাদ/এসএপি

টাইমলাইন

  1. ০৯:৫৮ পিএম, ২৯ মার্চ, ২০২৩ জীবনের শেষ ইচ্ছার কথা জানালেন মৌসুমী
  2. ০৮:২৯ পিএম, ২৬ মার্চ, ২০২৩ ‘বাসার লিডার ভাষণ দিয়ে সবাইকে বসিয়ে রাখে’
  3. ১১:৩৪ এএম, ২৫ মার্চ, ২০২৩ ১৩ বছর আগের ভাইরাল ইস্যুতে প্রভাকে আইনি নোটিশ
  4. ০৭:১২ পিএম, ২৪ মার্চ, ২০২৩ ধর্ষণের অভিযোগ: শাকিব ইস্যুতে মুখ খুললেন সেই নারী প্রযোজক
  5. ১২:১৬ পিএম, ২৩ মার্চ, ২০২৩ প্রযোজকের বিরুদ্ধে শাকিব খানের মামলা
  6. ১০:০৩ পিএম, ২২ মার্চ, ২০২৩ ধর্ষণের অভিযোগ: শাকিব খান শতভাগ ক্লিন
  7. ০৫:৪৯ পিএম, ২২ মার্চ, ২০২৩ শাকিব খানকে লিগ্যাল নোটিশ
  8. ০৩:১১ পিএম, ২২ মার্চ, ২০২৩ নারী প্রযোজককে ধর্ষণ: শাকিবকে বাঁচাতে মরিয়া অপু-বুবলী
  9. ০৮:৫৫ পিএম, ১৩ মার্চ, ২০২৩ শিল্পকলা একাডেমির পরিচালক হলেন জ্যোতি
  10. ০৪:২৫ পিএম, ১২ মার্চ, ২০২৩ হিংসা হচ্ছে ফারিয়ার!
Link copied!