AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবনের প্রথম ইফতার বাবাকে ছাড়া: সানাই


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:২২ এএম, ২৭ মার্চ, ২০২৩
জীবনের প্রথম ইফতার বাবাকে ছাড়া: সানাই

ঢালিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। শোবিজকে বিদায় জানিয়েচেন অনেক আগে। ধর্ম-কর্মে মনোযোগী দিয়েছেন তিনি। এরপর অনেকটা গোপনেই আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সুখে সংসার করছেন সানাই।

 

ঝলমলে মিডিয়া ছাড়লেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রায়ই স্বামীর সঙ্গে তোলা বিভিন্ন ছবি পোস্ট করেন তিনি। এছাড়াও নানান সময় স্ট্যাটাসে নিজের মনোভাব প্রকাশ করেন।

 

সবশেষ স্ট্যাটাসে খানিকটা দুঃখপ্রকাশ করে সানাই লিখেছেন, ‘জীবনের প্রথম ইফতার বাবাকে ছাড়া। বাবা ইফতারের দাওয়াত দিলেও নিতে পারিনি। বাবাকে দেখলেই কান্না পায় আমার। কারণ ছেড়ে আসতে হয় বাবার ঘর।’

 

এক সময় বোল্ড অবতারে হাজির হওয়া সানাই কেন মিডিয়া ছাড়লেন, সেটি জানতে নেটিজেনদের প্রচুর আগ্রহ। যদিও বেশ আগেই সেই উত্তর দিয়েছেন তিনি।

 

সানাইয়ের ভাষ্য, ‘অনেকের মনেই প্রশ্ন, কেনো আমি আলো ঝলমলে মিডিয়া ছেড়ে ইসলামের পথ বেছে নিয়েছি? এই প্রশ্নের পেছনে অনেক কারণ থাকলেও উদ্দেশ্য ছিলো একটাই। আমার আল্লাহর প্রতি ভয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমি মনে প্রাণে বিশ্বাস করি, প্রত্যেকটি বান্দা পাপী, কেউ কম পাপী, কেউ বেশি পাপী এই যা! কিন্ত আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন।’

 

তিনি যোগ করেন, ‘আমার ইসলামের পথে ফেরার পেছনের কারণ বলতে, একটা সময়ে বিনা কারণেই আমার মন খারাপ থাকতো। হঠাৎ করেই মন খারাপ হয়ে যেত। হঠাৎ করে কিচ্ছু ভালো লাগতো না। তখন আমি নামাজ শুরু করি। প্রথমে নামাজ পড়তে আলসেমি লাগলেও কিছুদিনের মধ্যে নামাজ না পড়লে ভালো লাগতো না। নামাজ আমার সঙ্গী হয়ে গেলো। কুরআন মাজিদে স্পষ্ট বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ আর অশ্লীল কাজ থেকে দূরে রাখে। ঠিক এভাবেই নামাজ আমাকে বের করে নিয়ে এসেছে অন্ধকার থেকে আলোর পথে। সেই পথ, যা মানব জাতিকে সরল পথ দেখায়।’

 

একুশে সংবাদ.কম/ড.ব/বি.এস

Link copied!