বেশ কয়েকদিন ধরে স্বামী এবং সংসার নিয়ে ফের আলোচনায় দেশের একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব।
এবার নিজের স্বামীকে মানসিক রোগী বললেন তিনি। অভিনেত্রী বলেন, আমার স্বামী ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মুসা ছোট থেকেই মানসিক রোগী। ঔষধ সেবন ছেড়ে দিলেই তার মানসিক ভারসাম্য লোপ পায়। বর্তমানে সে সেটাই করছে, ফলে ব্যাংকের জব ছেড়ে দিয়ে টিকটকে পাগলামির ভিডিও ছাড়ছে।
অভিনেত্রীর কথার সত্যতা যাচাই করতে তার স্বামী আবু সালেহ মুসার ফেসবুকে প্রোফাইলে ঢুকে দেখা যায় সেখানে বেশ কিছু ভিডিও আছে যেগুলো অভিনেত্রীর কথার সঙ্গে অনেকটা মিলে যায়।
সানাই মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে মিউজিক ভিডিওতে কাজ করেন। এরপর ‘ময়নার ইতিকথা’ ও ‘শালবনের মহুয়া’ নামের দুটি সিনেমায় অভিনয় করেন এ নায়িকা।
প্রসঙ্গত, সানাই ২০১৯ সালে এক মন্ত্রীকে বিয়ের ঘোষণা দিয়ে ফের আলোচনায় আসেন। যদিও পরে শোনা যায়, মন্ত্রী নয় এমপিকে বিয়ে করছেন। পরবর্তীতে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই। এরপরই ২০২২ সালে ২৭ মে আবু সালেহ মুসাকে বিয়ে করেন সানাই।
একুশে সংবাদ/এপি
আপনার মতামত লিখুন :