AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেন্সর ছাড়পত্র পেল আদর-সায়মার ‘যন্ত্রণা’


Ekushey Sangbad
বাইজীদ সা’দ
০৫:৫১ পিএম, ১৯ জুন, ২০২৩

ভালোবাসার গল্পে বর্তমান সময়ের চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা সায়মা স্মৃতিকে নিয়ে নির্মাতা আরিফুর জামান আরিফ নির্মাণ করেছেন ‘যন্ত্রণা’। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

 

‘অগ্নিশিখা’ নামে নির্মাণ হলেও সিনেমাটির শুটিং শেষে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যন্ত্রণা’। এই শিরোনামেই ছবিটি সিনেমা হলে প্রদর্শিত হবে বলে জানান পরিচালক। সিনেমার নাম পরিবর্তন কেনো জানতে চাইলে নির্মাতা আরিফ বলেন, হঠাৎ করেই নাম বদল নয়। পোস্ট প্রোডাকশনের পাশাপাশি আমরা ভাবছিলাম সিনেমাটির নাম আর কি দেয়া যেতে পারে? গল্প অনুযায়ী ‘যন্ত্রণা’ শিরোনামটি যথার্থ বলে আমাদের মনে হয়েছে।

আদর আজাদ বলেন, ভালো গল্পের একটি ছবি। আশা করছি এটি মুক্তি পেলে ভালো লাগবে সবার।

 সায়মা স্মৃতি বলেন, খুব সুন্দরভাবে এর কাজ করেছি আমরা। গল্পটাও চমৎকার। সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। দ্রুতই মুক্তি দেয়া হবে।

স্মার্ট মাল্টিমিডিয়া ব্যানারে সিনেমাটিতে চারটি গান রয়েছে। সুদীপ কুমার দ্বীপ ও রবিন ইসলাম এর কথায় সঙ্গীতায়োজন করেছেন রবিন ইসলাম। আবহ সংগীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা।

ছবিতে সায়মা ছাড়াও আদরের নায়িকা হিসেবে রয়েছেন মানসী প্রকৃতি।  সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভীন আক্তার প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।

 

একুশে সংবাদ.কম/আ.ম/বিএস

Link copied!