AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপাশার নিম্নাংশ বিস্তৃতের পুনরাবৃত্তি আমিশার!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৪৬ পিএম, ৪ জুলাই, ২০২৩
বিপাশার নিম্নাংশ বিস্তৃতের পুনরাবৃত্তি আমিশার!

একসময় বলিউডের ‘জিসম’ সিনেমায় বিপাশা বসু ও জন আব্রাহামর রসায়ন ঝড় তুলেছিল সব বয়সের মধ্যেই। বিপাশার শরীরি সৌন্দর্য দেখে চোখ সরাতে পারেননি বহু পুরুষ, এমনকি নারীরাও। এই সিনেমা দেখার পর বিপাশাকে নিয়ে সেই মুগ্ধতা যেন এখনও কাটেনি অনেকের। তবে ২০০৩-এর ‘জিসম’ এর কারণে বিপাশা বসু -আমিশা প্যাটেল এর মধ্যে তৈরি হওয়া তিক্ততাও রয়ে গেছে এখনো। আমিশা তারই রেশ ফের একবার টেনে আনলেন তার ‘গদর-২’র মুক্তির আগে ।

 

টাইমস আব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে আমিশা ২০০৩-এর ‘জিসম’ প্রসঙ্গে আমিশা বিপাশাকে খোঁচা দিয়ে বলেন, ‘জিসম দুর্দান্ত একটা সিনেমা। এ সিনেমার গান দারুণ, দুর্দান্ত অভিনয় সব মিলিয়ে দারুণ। কিন্তু আমার এখনও প্রশ্ন বিপাশা কেন!

 

২০০৩-এ ‘জিসম’ সিনেমায় বিপাশাকে দেখে নাক সিঁটকেছিলেন আমিশা প্যাটেল।‘কফি উইথ করণ’-এ এসে সেসময় তিনি বিপাশার ‘নিম্নাংশ বিস্তৃত’ বলে কটাক্ষ করেছিলেন। বিপাশার জায়গায় তাকে নেওয়া হলে কী হত? এমন প্রশ্নের উত্তরে আমিশা জানিয়েছিলেন, ‘আমি কখনও এধরনের চরিত্রে অভিনয় করতে পারব না, কারণ আমার ঠাকুমা এসব মেনে নেবেন না।’

 

তবে আমিশার এধরনের মন্তব্যের মোক্ষম জবাবও দিয়েছিলেন বিপাশা। সেসময় বিপাশা বলেছিলেন, ‘সত্যি কথা বলতে কি জিসমের মতো সিনেমা করার জন্য যেধরনের শরীরি সৌন্দর্য, ব্যক্তিত্বের প্রয়োজন তা ওর নেই। ওই চরিত্রে ও এক্কেবারেই বেমানান।’ বিপশা বলেন, ‘আসলে হিপস বড় বলে আমিশা আমার প্রশংসাই করেছেন।’ বিপাশার এমন জবাবে তার সঙ্গে আসা লারা দত্তও হেসে গড়িয়ে পড়েছিলেন।

 

এদিকে ‘কফি উইথ করণ’-এ বিপাশার সেই মন্তব্যের প্রসঙ্গ উঠে আসলে, আমিশা বলেন, ‘আমি জানি না, বিপাশা কেন এধরনের কথা বলেছিলেন, তার আগে আমি বিপাশার সঙ্গে ওয়ার্ল্ড ট্যুর করেছিলাম, তখন ওর সঙ্গে আমি ভদ্র আচরণই করেছি। এছাড়া লারার সঙ্গেও যখন ছবি করি, তখনও ওর সঙ্গে ভালো আচরণ করেছি, তারপরেও ওরা আমার সম্পর্কে কেমন এমন কথা বলেছিলেন, তা সত্যিই জানি না।’

 

আমিশা জানান, পরের এপিসোডে এসে ‘কফি উইথ করণ’-এ এর জবাব দিতেও বলেছিলেন করণ, তবে আমি বলেছিলাম কোনও মন্তব্য করতে চাই না। অর্জুন কাপুরের সঙ্গে আমার ওই এপিসোডে যাওয়ার কথা ছিল। তবে যাওয়াই হয়নি, কারণ অর্জুনের টাইফয়েড হয়েছিল।

 

২০০২ সালে ‘রাজ’ ছবির সাফল্যের পর বলিউডে আর পিছন থেকে ফিরে তাকাতে হয়নি বিপাশাকে। এই সিনেমায় বাজিমাত করেন বঙ্গসুন্দরী। তার পরের বছরই মুক্তি পেয়েছিল ‘জিসম’।

 

একুশে সংবাদ/এপি

Link copied!