AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজকে ছাড়াই রাজ্যের ১১ মাস উদযাপন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:১০ পিএম, ১২ জুলাই, ২০২৩
রাজকে ছাড়াই রাজ্যের ১১ মাস উদযাপন

ঢালিউডের তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনি। এখন দুই মেরুর বাসিন্দা তারা। আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও একসঙ্গে নেই তারা। যা ইতোমধ্যেই জানিয়েছেন দুই তারকা। তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। ছেলের ১০ মাস পূর্তিতে গত মাসে এক হয়েছিলেন রাজ-পরীমনি।

 

সোমবার (১০ জুলাই) রাজ্য ১১ পার করে ১২ মাসে পা রেখেছে। আর এ দিনও কেক কেটে তা পালন করেন পরীমনি। তবে দেখা যায়নি রাজকে।

 

রাজ্যের ১১ মাস পূর্তির পরীমনির থিম কেকে জায়গা করে নেয় ১১টি ফুটবল। শুধু তাই নয়, কেক কাটার মঞ্চটিও সাজানো হয় ফুটবল আর বেলুন দিয়ে। যেখানে রাজ্যের সঙ্গে কেক কাটেন পরীমনি ও তার নানা।


পরীমনি তার ফেসবুকে সেই মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘কয়টা বল! বলো? আমার রাজ্যের আজ ১১ মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ।’ সঙ্গে তিনি এও জানান, ‘একটা পরীর রাজ্য!’ পরীমনির কথায় বোঝা যায়, রাজ্যের জন্মদিনে সেখানে উপস্থিত ছিলেন না বাবা শরীফুল রাজ।


২০২২ সালের ১০ আগস্ট রাজ্যের জন্মের পর থেকেই মা পরীমনি প্রতি মাসে ছেলের জন্মদিন উদযাপন করে আসছেন। যার ছবি ও ভিডিও তিনি প্রকাশ করে থাকেন ফেসবুকে। রাজ্যর প্রতিবারের মাস পূর্তি উদযাপনে শরীফুল রাজ উপস্থিত থাকতেন সঙ্গত কারণেই। রাজ্যের ১০ মাস পূর্তিতেও এক সাথেই কেক কাটেন রাজ-পরী। সঙ্গে ছিলেন পরীর নানা শামসুল হক গাজী। তবে এবার রাজকে ছাড়া রাজ্যর ১১ মাস পূর্তি উদযাপন হয়েছে।

 

একুশে সংবাদ/এপি

Shwapno
Link copied!