AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজ্যকে নিয়ে রাজের নতুন পোস্ট, ধুয়ে দিলেন নেটিজেনরা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:১৬ পিএম, ১৯ জুলাই, ২০২৩
রাজ্যকে নিয়ে রাজের নতুন পোস্ট, ধুয়ে দিলেন নেটিজেনরা

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ বিচ্ছেদ না হলেও আলাদা থাকছেন। এদিকে ছেলে রাজ্য ভীষণ অসুস্থ। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন মা পরী। তবে পাশে নেই বাবা রাজ।

 

এই দূরত্ব ছেলের থেকে মানসিকভাবে পৃথক করতে পারেনি রাজকে। তাইতো মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলে রাজ্যকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন এ অভিনেতা।

 

অভিনেতা শরিফুল রাজ লিখেছেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে। আম্বা কে একশ কোটি চুমু দিও।’

 

রাজের এই পোস্টের কমেন্ট বক্সেও রাজকে রীতিমতো ধুয়ে দিলেন নেটিজেনরা। কারো মন্তব্য, ‘বাবা মানেই দায়িত্ববোধ। দায়িত্বজ্ঞানহীন বাবা থাকার চেয়ে না থাকাই ভালো।’

 

কারো কথায়, ‘এটাই জীবন, এত সুন্দর সুন্দর মুহূর্ত মিস করা মানে অনেক সুন্দর কিছু থেকে নিজেকে বঞ্চিত করা। পরিবারের উপরে কোনো কিছুই হয় না।’

 

আরেকজন লেখেন, ‘কেমন বাপ যে সন্তানকে চাইলে স্পর্শ করতে পারে না?’

 

আরেকজন রাজকে কটাক্ষ করে লেখেন, ‘বড় চালাক মানুষ ভাই তুমি। আগের পোস্টে গালি খাইয়া এখন বাবা তোমাকে মিস করছে পোস্ট করো!’

 

অবশ্য কেউ কেউ সন্তানের দিকে তাকিয়ে রাজ-পরীকে আবার মিলে যেতেও বললেন।

 

কিছু দিন ধরে হাসপাতালে ভর্তি ছেলে রাজ্য। হাসপাতালে একাই ছোটাছুটির কাজ করছেন মা পরী। এতেই নেটিজেনদের তোপের মুখে পড়েন বাবা রাজ।

 

একুশে সংবাদ/সা.হ.প্র/জাহা

Shwapno
Link copied!