AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবনের ভুল প্রেমের কাহিনী জানালেন সানি লিওন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৩৩ পিএম, ২৪ জুলাই, ২০২৩
জীবনের ভুল প্রেমের কাহিনী জানালেন সানি লিওন

জনপ্রিয়তার নিরিখে তিনি টেক্কা দেন বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের। পর্নো দুনিয়ার রানি থেকে বলিউডের ‘বেবি ডল’ হয়ে ওঠার সফর সহজ ছিল না সানি লিওনির কাছে। কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে তিলে তিলে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। তবে পর্নো ইন্ডাস্ট্রি ছাড়লেও অতীতের ছায়া পিছু ছাড়েনি তার। অতীত নিয়ে নানান প্রশ্ন বারেবারে ঘুরে ফিরে আসে।

পেশাগত জীবনে সানি যেমন সফল, তেমনি ব্যক্তিজীবনেও। স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তিন সন্তানকে নিয়ে সুখী গৃহকোণ সানির। তবে ড্যানিয়েলকে বিয়ের আগে স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে সম্পর্কে ছিলেন সানির।

 

ভারতে আসার আগে আমেরিকার থাকাকালীন রাসেলকে ডেট করেন অভিনেত্রী। নিজের অতীত সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন নায়িকা।

সম্পর্ক ভাঙার পর সানিকে নিয়ে নিজের কমেডি শো’তে প্রায়শই মশকরা করে থাকেন রাসেল। সানি নিজে কি সেই সব ফলো করেন?

 

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আমি দেখেছি। আমি জানি না এখনও ও সেগুলো করে থাকে কিনা। তবে আমার খারাপ লাগেনি। ওর যা ইচ্ছে ও বলতে পারে, আমার সমস্যা নেই। যদি সেটা শুনে মানুষ হাসে, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই।’

সানি যোগ করেন, খুব অল্প সময়ের জন্য সম্পর্কে ছিলেন তারা। সঙ্গে বলেন, ‘ওই সম্পর্কে জড়ানোটা আমার বড় ভুল ছিল।’

 

সানির কথায়, ‘আমরা খুব ভালো বন্ধু ছিলাম, আমরা একসঙ্গে অনেক মজা করেছি। আমি যুক্তরাষ্ট্রে অনেক জায়গায় যেতাম যেখানে ও থাকতো নিজের শো-এর কারণে। আমরা দেখা করতাম, মজা করতাম, একসঙ্গে ড্রিঙ্ক করতাম, ঘুরতাম। এককথায় পাগলামি চলতো আমাদের, হঠাৎ করে ওকে ডেট করে সবটাই ঘেঁটে গেল।’

প্রাক্তন প্রেমিককে নিয়ে কোনো তিক্ততা নেই সানির মনে। তিনি যোগ করেন, ‘আমি তো খুশি হব ওর সঙ্গে আবার দেখা হলে। ও নিজের স্ট্যান্ডআপে আমাকে নিয়ে আজেবাজে বকলেও অসুবিধা নেই।’

 

২০০৮ সালে প্লে-বয় ম্যাগাজিনের প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর দীর্ঘদিনের বন্ধু তথা কমেডিয়ান রাসেল পিটার্সকে ডেট করেছিলেন সানি।

সানির আত্মজীবনী ‘করণজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি’তে রাসেলের আদলে রাস্টি চরিত্র ছিল, সিরিজে দেখা যায় সানিকে নিয়ে মশকরা করার জেরে ড্যানিলেয়ের হাতে মার খায় রাস্টি। সানি সাফাই দিয়ে বলেন, ‘ওটা শো-এর খাতিরে একটু বাড়িয়ে দেখানো হয়েছিল, এমন কিছু কখনও ঘটেনি।’

 

রাসেলের সঙ্গে প্রেম ভাঙার পরপরই ড্যানিলেয় ওয়েবারের সঙ্গে দেখা হয় সানির। ড্যানিয়েলের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর রাসেলের সঙ্গে বন্ধুত্বে ইতি টানেন সানি। বছর খানেকের মধ্যেই ড্যানিলেয়েলকে বিয়ে করেন অভিনেত্রী।

 

একুশে সংবাদ/এপি

Link copied!