AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আপনারাই আপন হলেন না: আক্ষেপ তমা মির্জার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:২৬ পিএম, ২৭ জুলাই, ২০২৩
আপনারাই আপন হলেন না: আক্ষেপ তমা মির্জার

ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’ অনলাইনে পাইরেসির শিকার হয়েছে। একাধিক অনলাইন প্লাটফর্মে বিনামূল্যে দেখা যাচ্ছে সিনেমাটির হল প্রিন্ট। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিনেমাটির সঙ্গে জড়িতরা।


‘সুড়ঙ্গ’র এভাবে ক্ষতি হওয়ার বিষয়টি সিনেমা সংশ্লিষ্ট অনেকেই মেনে নিতে পারেননি। তবে এ নিয়ে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে সেভাবে কাউকে কথা বলতে দেখেননি বলে মনে করছেন চিত্রনায়িকা তমা মির্জা।


বুধবার (২৬ জুলাই) রাতে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইল থেকে এক স্ট্যাটাসে এ ব্যাপারে নিজের মতামত জানান তিনি।


এ নায়িকা লিখেছেন, ‘আমাদের সিনেমাটা পাইরেসি করে দিলো, কই সেটা নিয়েতো কাউকে স্ট্যাটাস দিতে দেখলাম না। আচ্ছা অন্য সিনেমার তো এমন ভয়াবহভাবে পাইরেসি হয়ে সেটা ছড়িয়ে পড়তে দেখলাম না আমরা কেউ। যদিও আমাদের টিম দিন নেই রাত নেই এটা নিয়েই কাজ করে যাচ্ছে।’


‘আমেরিকাতে আমাদের সিনেমাটি এত ভালো ব্যবসা করছে, কই, সেটা নিয়ে তো স্ট্যাটাস দিচ্ছেন না। কলকাতায় কি হচ্ছে না হচ্ছে, সঠিক তথ্য না জেনে সেটা নিয়ে রসালো স্ট্যাটাস দিচ্ছেন। যখন মুক্তির প্রথম দু’দিন কলকাতায় আমাদের বাংলাদেশি সিনেমা ভালো গেল, সবাই প্রশংসা করা শুরু করল, আর ঠিক তার পরপরই সিনেমাটি পাইরেসি হয়ে গেল। তখনও চুপ আপনারা, কেন?’


তমা মির্জা লেখেন, ‘এটা জানেন তো, পাইরেসি আমাদের দেশ থেকেই হয়েছে। আর তারপর বিশাল আকারে ভাইরাল করে দেয়া হয়েছে, এটা নিয়ে অন্তত কিছু বলেন। নাকি বলা বারণ? আরে ভাই, আপনারাই আপন হলেন না, আবার চান পাশের দেশ আপন হয়ে আমাদের সিনেমা দেখে অজ্ঞান হয়ে পড়ে যাক।’


সবশেষ এই নায়িকা লেখেন, ‘দেশের বাইরে “সুড়ঙ্গ” অনেক ভালো যাচ্ছে, সামনে আরও ভালো যেত। আর সেটার পুর্বাভাস পেয়েই হয়তো এই পাইরেসি। যাইহোক, ভাইরা এবার একটু থামেন আর দোয়া করেন, যে কষ্ট আমাদের টিম পেল আর যে ক্ষতি আমাদের হয়েছে, বাকি সিনেমাগুলোর যেন তা না হয়। পাইরেসি বন্ধ করা এখন সবচেয়ে জরুরি। কারণ আমাদের সিনেমা আমাদের সম্পদ, আমাদের গর্ব।’

 

একুশে সংবাদ/এপি

Link copied!