AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজের স্বভাব জানালেন সানাই


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:১০ পিএম, ২৮ জুলাই, ২০২৩
নিজের স্বভাব জানালেন সানাই

ঢালিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এবার নিজের স্বভাব কেমন নিজেই জানালেন এ অভিনেত্রী।

 

সানাই মাহবুব জানান, ‘অতীত ভুলে আবারও মিডিয়ায় ফিরছেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন বেশ পরিণত তিনি। আগে না বুঝেই কাজ করতেন। ছোটবেলা থেকেই সহজ-সরল স্বভাবের ছিলেন তিনি। অনেকেই তার এই সরলতার সুযোগ নিয়েছেন। নতুন করে সব শুরু করতে চান বলেও সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান এ অভিনেত্রী।’  

 

তিনি বলেন, ‘অনেকটা সময় পার হয়েছে। বদলেছে অনেক কিছু। আমি এখন অনেক পরিণত। নতুন করে সব শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আমার কথা হয়েছে। খুব শিগগিরই কাজে ফিরছি।’

 

সানাই বলেন, ‘আগে যা করেছি, না বুঝেই করেছি। এখন সামাজিক এবং ভালো গল্পের মিউজিক ভিডিও, নাটক, সিনেমায় কাজ করতে চাই। আগে না বুঝেই কাজ করতাম। এখন আমার বয়স বেড়েছে। ভালো-মন্দের পার্থক্য বুঝি। ছোটবেলা থেকেই আমি সহজ-সরল স্বভাবের। অনেকেই আমার এ সরলতার সুযোগ কাজে লাগিয়েছেন।’

 

মিডিয়া ছাড়ার কারণ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আমি একপ্রকার বাধ্য হয়েই মিডিয়া ছেড়েছিলাম। আপনারা জানেন, আমি বারবার বাসা পরিবর্তন করতাম। কারণটা অনেকেই জানেন, আবার অনেকেরই অজানা। আজ বলছি, আমাকে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে কল করে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। বলা হতো, আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে; আমার বাবা-মাও চিনতে পারবেন না।’

 

এতদিন পর ফেরা কতটা চ্যালেঞ্জিং? সানাইয়ের সোজাসাপ্টা জবাব, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমাকে কাজ পেতে তেমন কোনো কষ্ট করতে হয়নি। আশা করি এখনো খুব একটা সমস্যা হবে না। এমন নয় যে, আমাকে কেউ চেনে না।’

 

সানাই মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে মিউজিক ভিডিওতে কাজ করেন। এরপর ‘ময়নার ইতিকথা’ ও ‘শালবনের মহুয়া’ নামের দুটি সিনেমায় অভিনয় করেন এ নায়িকা।

 

প্রসঙ্গত, সানাই ২০১৯ সালে এক মন্ত্রীকে বিয়ের ঘোষণা দিয়ে ফের আলোচনায় আসেন। যদিও পরে শোনা যায়, মন্ত্রী নয় এমপিকে বিয়ে করছেন। এরপর অভিনয় ছেড়ে আল্লাহর পথে চলার ঘোষণা দেন সানাই। ২০২২ সালে ২৭ মে আবু সালেহ মুসাকে বিয়ে করেন সানাই। এরপর বিয়ে করে সংসারেও মনোযোগী হয়েছিলেন। তবে সেই সংসারেও এখন বিচ্ছেদের সুর বাজছে।

 

একুশে সংবাদ/এপি

Link copied!