AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুত্র সন্তানের বাবা হলেন ‘কাবিলা’ খ্যাত পলাশ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:১২ পিএম, ৩০ জুলাই, ২০২৩

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ পুত্র সন্তানের বাবা হয়েছেন।

 

রোববার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ।

 

খবরটি নিশ্চিত করে জিয়াউল হক পলাশ জানান, ‘আজ সকাল সাড়ে ৯টায় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তার মা ভালো আছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।

 

গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিয়ের ঘোষণা দেন জিয়াউল হক পলাশ। ওই সময়ে এই অভিনেতা জানান, আরও ৪ মাস আগে পারিবারিক আয়োজনে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

 

২০১৩ সালে ছবিয়ালের সঙ্গে কাজ শুরু করেন জিয়াউল হক পলাশ। দীর্ঘদিন মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। এরপর ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী হন।

 

২০১৭ সালে কাজল আরেফিনের সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এই পরিচালকের ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন পলাশ।

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

Link copied!