দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিন বৃহস্পতিবার (৩ আগস্ট)। ১৯৯৪ সালের আজকের দিনেই পৃথিবীর আলো দেখেছেন এই অভিনেত্রী। জীবনের ২৭ বসন্ত পেরিয়ে ২৮-এ পা রাখলেন তিনি।
এদিন বেশ আনন্দঘন পরিবেশেই ভাবনার জন্মদিন পালন করা হয়। জন্মদিনের অনুষ্ঠানে ভাবনাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী লায়লা হাসান, নির্মাতা অনিমেষ আইচ, তমালিকা কর্মকার, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশিসহ অনেক তারাকাই।
শুধু অভিনয় নয়, নৃত্যশিল্পী হিসেবেও বেশ পরিচিত ভাবনা। মডেলিং, অভিনয়ের পাশাপাশি বইও লেখেন এই তারকা। চলতি বছরের বইমেলায় প্রকাশিত হয়েছে তার লেখা প্রথম বই ‘গুলনেহার’।
১৯৯৪ সালের ৩ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ভাবনা। তার গ্রামের বাড়ি নীলফামারীতে। অভিনেত্রীর বাবা হাবিবুল ইসলাম একজন মঞ্চ অভিনেতা ও গল্প লেখক, তার মা রেহানা হাবিব একজন গৃহিণী এবং একমাত্র বোন অদিতি হাসান অনন্যা।
‘নট আউট’ নাটকের মাধ্যমে প্রথম অভিনয়ে নাম লেখান ভাবনা। পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করে দর্শকজনপ্রিয়তা অর্জন করেছেন। ২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন তিনি।
একুশেসংবাদ.কম/বিএস
আপনার মতামত লিখুন :