AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন পরীমনি?


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:২০ পিএম, ৭ আগস্ট, ২০২৩
রাজের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন পরীমনি?

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। গত বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের খবরটিও দেন এই দম্পতি। এরপর ওই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান। রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রাখেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।

 

রাজ-পরীর সন্তান হিসেবে ইতোমধ্যে ঢালিউডপাড়ায় বেশ পরিচিত রাজ্য। হঠাৎ করেই রাজ্যকে নতুন নামে ডাকছেন পরীমনি। সেটা হলো পদ্ম।

 

সোমবার ইঙ্গিত পাওয়া গেল, ছেলের নাম বদলেছেন পরী। প্রযোজক আব্দুল আজিজ রাজ্যর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন আজ। লেখেন- ‘আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।’

 

আজিজের পোস্টে মন্তব্য করে পরীমনি লিখেছেন- ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এর মাধ্যমে অনেকটা নিশ্চিত করলেন যে পুত্রকে তিনি রাজ্য নয়, বরং পদ্ম নামেই বড় করতে চাইছেন। যদিও বিষয়টি নিয়ে পরীর কাছ থেকে স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

শরিফুল রাজ ও পরীমনি প্রায় আড়াই মাস ধরে আলাদা থাকছেন। ধারণা করা হচ্ছে, ছেলের নাম থেকে রাজের স্মৃতিচিহ্ন মুছে দিতেই নতুন নাম রেখেছেন পরী।

 

এদিকে আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে রাজ্যের। এজন্য বড় উদযাপনের বন্দোবস্ত করছেন নায়িকা। তবে সেই আয়োজনে রাজের উপস্থিতি চান না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরী।

 

একুশে সংবাদ/এপি

Shwapno
Link copied!