AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিঠির কণ্ঠে সাবিনা ইয়াসমিনের গান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:০৪ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
দিঠির কণ্ঠে সাবিনা ইয়াসমিনের গান

জহিরুল ইসলাম পরিচালিত ‘রংবাজ’ সিনেমায় নায়িকা কবরীর লিপে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘সে যে কেনো এলোনা কিছু ভালো লাগেনা’ গানটি সেই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। এই গান এখনো এই প্রজন্মের শিল্পীরা স্টেজ-এ গেয়ে থাকেন। এই গানই পরবর্তীতে উত্তম আকাশ পরিচালিত ‘রঙ্গিন রংবাজ’ সিনেমায় ব্যবহৃত হয়। তখন গানটি মৌসুমীর লিপে দর্শক উপভোগ করেছিলেন।

গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছিলেন আনোয়ার পারভেজ। সেই গানই এবার নতুন সঙ্গীতায়োজনে গেয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। এরইমধ্যে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

বাবার লেখা এই গান প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘আব্বুর লেখা অনেক গানের মধ্যে এই গানটি আমার ভীষণ প্রিয়। তাই একক গান হিসেবে কাভার করতে গিয়ে আমি এই গানটিই বেছে নিয়েছি। গানটির নতুন করে সঙ্গীতায়োজন করার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইমন সাহা দাদাকে। আর যারা গানটির ভিডিওতে আমার সঙ্গে ছিলেন, আমাকে অনুপ্রেরণা দিয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।

তিনি আরো বলেন, ‘গানটি এরইমধ্যে প্রকাশের পর অনেকেই শুনেছেন। তারা আমার গায়কী এবং গানে আমার নিজের উপস্থাপনের প্রশংসা করেছেন। সত্যি বলতে কী আমাদের দেশের গর্ব শ্রদ্ধেয় সাবিনা আন্টি, রুনা লায়লা আন্টি-এই দু’জনের গান গাইতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। তাদের মতো করেই গাইবার চেষ্টা করি। তাদের দু’জনের গাওয়া গান দিয়ে আমাদের সঙ্গীতাঙ্গন সমৃদ্ধ। তাই তাদের জন্য সবসময়ই শুভ কামনা।’ 

একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!